ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস এঞ্জেলস বর্তমানে ভয়াবহ দাবানলের মুখোমুখি। টানা ছয় দিনেও নিয়ন্ত্রণে আনা যায়নি আগুন।
উল্টো প্রবল বাতাসের কারণে দাবানল ছড়িয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকাজুড়ে। এরই মধ্যে হাজার হাজার ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। প্রাণ হারিয়েছেন অন্তত ১৬ জন।
এই দাবানল কেন এত ভয়াবহ রূপ ধারণ করেছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, দীর্ঘ খরা ও প্রবল বাতাস দাবানলকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেছে। অন্যদিকে, বিবিসি এক প্রতিবেদনে উল্লেখ করেছে, জলবায়ু পরিবর্তনও এর পেছনে বড় ভূমিকা রাখতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, ক্যালিফোর্নিয়ার সান্তানা বাতাস দাবানলের ব্যাপকতা বাড়িয়ে তুলছে। মরুভূমি থেকে ঘণ্টায় ৯৭ কিলোমিটার গতিতে উপকূলের দিকে বয়ে চলা এই শুষ্ক বাতাস আগুন ছড়িয়ে পড়ার প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে।
ভয়াবহ এই আগুন নেভাতে কাজ করছে সাতটি অঙ্গরাজ্যের ফায়ার সার্ভিস। লস এঞ্জেলস কাউন্টির পুলিশ কর্মকর্তা রবার্ট লুনা জানিয়েছেন, এক লাখ ৫৩ হাজার মানুষকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে। আরও এক লাখ ৬৬ হাজার ৮০০ জনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগুনের পরিস্থিতি মোকাবিলায় জারি করা হয়েছে কারফিউ।
এই বিপর্যয়ের মুখে এখন প্রশ্ন, প্রকৃতপক্ষে জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক পরিবেশ নাকি মানবসৃষ্ট কারণ—কোনটি এই ধ্বংসযজ্ঞের মূল কারণ?
ভিডিও দেখুন: https://youtu.be/nSAoKRSGbLs?si=Xim2NLbH8r6Jt3NR
এম.কে.