ঢাকা, বাংলাদেশ   রোববার ১২ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

প্রয়োজনে শেখ হাসিনাকে আজীবন ভারতে থাকার অনুমতি দেওয়া উচিত: মণিশঙ্কর

প্রকাশিত: ১৬:১১, ১২ জানুয়ারি ২০২৫

প্রয়োজনে শেখ হাসিনাকে আজীবন ভারতে থাকার অনুমতি দেওয়া উচিত: মণিশঙ্কর

ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন চান, ততদিন ভারতে থাকার অনুমতি দেওয়া উচিত,' বলে অভিমত কংগ্রেস নেতা মণি শঙ্কর আইয়ারের। শনিবার কলকাতায় এক সাহিত্য অনুষ্ঠানে যোগ দেন প্রাক্তন কূটনীতিবিদ তথা প্রাক্তন কেন্দ্রীয় এই মন্ত্রী। 

সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি গত মাসে ঢাকা সফর করে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করেছেন। অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। এভাবেই আলোচনা জারি রাখা উচিত। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে মন্ত্রী পর্যায়ে যোগাযোগ স্থাপন করা প্রয়োজন।'

শেখ হাসিনা গত ৫ আগস্ট থেকে ভারতে আছেন। ইতিমধ্যেই শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি তুলেছে বাংলাদেশ। সেই প্রসঙ্গে মণি শঙ্কর আইয়ার বলেন, 'শেখ হাসিনা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক ভালো কাজ করেছেন। তাঁকে আশ্রয় দেওয়ায় আমি খুশি। আমার মতে, তিনি যতদিন চান, সেটা যদি আজীবনও হয়, ততদিনই আমাদের তাঁকে অতিথি হিসাবে গ্রহণ করা উচিত।'


বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার প্রসঙ্গে মণি শঙ্কর আইয়ার বলেন, 'এগুলি অনেকটাই রাজনৈতিক মতপার্থক্যের কারণে হচ্ছে। অনেক ক্ষেত্রেই হিন্দুদের উপর যে হামলা হচ্ছে, সেটা আসলে শেখ হাসিনার সমর্থকদের লক্ষ্য করেই করা হচ্ছে।'

শিহাব

×