ছবি: সংগৃহীত
দিল্লি বিধানসভা নির্বাচন নিয়ে তৃতীয় গ্যারান্টি ঘোষণা করেছে কংগ্রেস। কংগ্রেস এই গ্যারান্টিটির নাম দিয়েছে 'যুব উদ্যান যোজনা'। যার অধীনে বেকার শিক্ষিত যুবক ও মহিলাদের এক বছরের জন্য প্রতি মাসে সাড়ে ৮ হাজার টাকা করে দেওয়া হবে। কংগ্রেসের এই গ্যারান্টি ঘোষণা করেছেন রাজস্থানের প্রাক্তন ডেপুটি সিএম এবং প্রবীণ কংগ্রেস নেতা সচিন পাইলট। তিনি বলেন, আজ স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী। এই উপলক্ষে আমরা যুব সমাজের জন্য আমাদের তৃতীয় গ্যারান্টি ঘোষণা করছি। দেড়জুড়ে যুব সমাজ দুর্ভোগে রয়েছে এবং দিল্লিও এর থেকে বাদ যায়নি। বিজেপি এবং আপ, উভয়েই যুব সমাজের খবর নেয় না। গত কয়েক বছরে, দিল্লিতে কেবল অভিযোগ এবং পাল্টা অভিযোগের পর্ব চলেছে। দিল্লি এবং কেন্দ্রীয় সরকার উভয়ই এতে জড়িত। কেউ দিল্লির যত্ন নেয়নি।'
পাইলট জানান যে কংগ্রেস তার প্রতিশ্রুতি পূরণ করাকে দায়িত্ব বলে মনে করে। তিনি বলেন,''তু তু ম্যায় ম্যায়' রাজনীতির অবসান ঘটিয়ে গঠনমূলক রাজনীতি করব। কংগ্রেস জিতলে আমরা বিশেষ করে তরুণদের দিকে নজর দেব। আমরা যদি ক্ষমতায় আসি, আমরা দিল্লির শিক্ষিত বেকার যুবক যুবতীদের এক বছরের শিক্ষানবিশের অধীনে প্রতি মাসে ৮ হাজার ৫০০ টাকা দেব। আর এই সময়ে প্রত্যেককে নিজ নিজ ক্ষেত্রে কাজ দেওয়া হবে।'
এর আগে দিল্লিতে পেয়ারি দিদি যোজনা এবং জীবন রক্ষা যোজনা ঘোষণা করেছে কংগ্রেস। 'পেয়ারি দিদি যোজনা'-র জন্য, কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে যে দিল্লি নির্বাচনে জিতলে প্রত্যেক মহিলাকে প্রতি মাসে আডাই হাজার টাকা করে দেওয়া হবে। যেখানে 'জীবন রক্ষা যোজনা'-এর অধীনে, প্রতিটি দিল্লির বাসিন্দাকে ২৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমার কভার দেওয়া হবে।
দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেস এখনও পর্যন্ত ৪৮ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। যেখানে ২২টি আসনের প্রার্থী এখনও ঘোষণা করা হয়নি। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ১৩ জানুয়ারি সিলামপুরে একটি সমাবেশ থেকে কংগ্রেসের নির্বাচনী প্রচার শুরু করবেন। দিল্লিতে এক দফায় ভোট হবে। ৭০টি বিধানসভা আসনের জন্য ৫ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে। ফল ঘোষণা হবে ৮ ফেব্রুয়ারি। বর্তমান শাসক দল AAP ২০১৫ এবং ২০২০ সালের নির্বাচনে যথাক্রমে ৬৭ ও ৬২ আসন নিয়ে দিল্লির মসনদে ফিরেছিল।
শিহাব