ঢাকা, বাংলাদেশ   রোববার ১২ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

ফিলিস্তিনিদের মেরে ফেলার আহ্বানকারী হলিউড অভিনেতার বাড়ি পুড়ে ছাই!

প্রকাশিত: ১৩:০৯, ১২ জানুয়ারি ২০২৫

ফিলিস্তিনিদের মেরে ফেলার আহ্বানকারী হলিউড অভিনেতার বাড়ি পুড়ে ছাই!

ছবি:- সংগৃহীত

ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান জানিয়ে বিতর্কিত এক পোস্ট করেছিলেন হলিউড অভিনেতা জেমস উডস। ২০২৩ সালের ১৯ নভেম্বর, সামাজিক মাধ্যম এক্সে তাঁর পোস্টে তিনি ইসরাইলের প্রতি কট্টর সমর্থন জানান এবং "তাদের সবাইকে মেরে ফেল" হ্যাশট্যাগ ব্যবহার করেন। কিন্তু কিছুদিন পরেই, লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়ে যায় তার বিলাসবহুল বাড়ি।

সরকারি নির্দেশনা মেনে নিরাপদ স্থানে সরে গেলেও,বাড়ি হারানোর শোকে সিএনএনের লাইভ সম্প্রচারে কাঁদতে দেখা যায় উডসকে। তিনি বলেন,"আগের দিন সুইমিং পুলে সাঁতার কাটছিলাম, আর পরের দিন সব কিছু শেষ হয়ে গেল।"এই কান্নার ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

ফিলিস্তিন সমর্থকরা সেই ভিডিও শেয়ার করে কটাক্ষ করেন। ফিলিস্তিনের প্রখ্যাত কবি মুসা আবু ত্ব হার সামাজিক মাধ্যমে মন্তব্য করেন, "তোমার কত বড় সাহস, এখন কান্নাকাটি করছ। ২০২৩ সালের ২৮ অক্টোবর, যখন আমার বাড়িতে বোমা বর্ষণ করা হয়েছিল, তখন আমার কোনও নিরাপদ আশ্রয় ছিল না। আমি এখনও বাড়ির ধ্বংসাবশেষে ফিরতে পারিনি, কারণ আমার শহর এখন দখলদারদের হাতে।"

রাসেল

×