ছবি: সংগৃহীত
বাংলাদেশের বর্তমান সরকার পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে, এমন মারাত্মক অভিযোগ করেছেন ভারতীয় রাজ্যের কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। কলকাতা পৌর সংস্থার একটি স্মরণসভা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বর্ষীয়ান তৃণমূলের শ্রমিক নেতা ও মন্ত্রী এই অভিযোগ করেন।
তিনি বলেন, "ইউনুস সরকার এখন ভালো অবস্থানে নেই। তারা তাদের দেশের মানুষের আস্থা হারাচ্ছে, এবং সেই অস্থিরতা থেকে মুখ ঘুরানোর জন্য তারা উগ্রপন্থীদের দিয়ে উস্কানি ছড়ানোর চেষ্টা করছে।"
শোভন দেব চট্টোপাধ্যায় আরও জানান, "আমাদের সীমায় যদি আমরা কাঁটার বেড়া বসাই, এতে তাদের কি? আমরা তো তাদের জমিতে গিয়ে কিছু করছি না। কিন্তু সম্প্রতি বাংলাদেশ ভারতকে কাঁটা তারের বেড়া বসাতে বাধা দিচ্ছে, বারবার কাজ আটকে দিচ্ছে।"
তিনি বিস্ফোরক দাবি করে বলেন, "বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার পেছনে কিছু কিছু দেশের ইন্ধন রয়েছে বলে আমার মনে হয়।" তার মতে, এই পরিস্থিতিতে ভারত সরকারকে আরও পজিটিভ পদক্ষেপ গ্রহণ করা উচিত।
এই মন্তব্যের মাধ্যমে শোভন দেব চট্টোপাধ্যায় ভারতের সীমান্ত সমস্যা ও বাংলাদেশের নীতির বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
নুসরাত