পর্ণ তারকাকে ঘুষ দেয়ার মামলায় নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিঃশ্বর্ত মুক্তি দেয় আদালত।প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের কেবল ১০ দিন আগে এই মুক্তিদন্ড মেলে ট্রাম্পের।শুক্রবার, নিউইয়র্কের সুপ্রিম কোর্ট ঐতিহাসিক এ রায় দেন। জেল-জরিমানা থেকেও রেহাই দেয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। এর আগে, পর্ন তারকাকে ঘুষ দেয়ার মামলায়, ডোনাল্ড ট্রাম্পের সাজা স্থগিতের আবেদন খারিজ করেন নিউইয়র্ক হাইকোর্ট।
২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে পর্ণ তারকার সাথে যৌন সম্পর্কের বিষয়টি চেপে রাখতে স্টর্মি ডানিয়েলসকে ঘুষ দেওয়ায় তিনি দোষী সাব্যস্ত হন।বিষয়টি বারবার অস্বীকার করলেও নিজের পক্ষে তথ্য প্রমাণ উপস্থাপনে ব্যার্থ হন ডোনাল্ড ট্রাম্প ।
মামলার প্রায় ৬ বছর পর এলো নজিরবিহীন এ রায়। বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাসীন ব্যক্তির পদের ওপর কোনোরকম হস্তক্ষেপ ছাড়াই একমাত্র আইনসঙ্গত শাস্তি এই রায়।
আফরোজা