ঢাকা, বাংলাদেশ   রোববার ১২ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

ইউক্রেনের হাতে উত্তর কোরিয়ার সেনা আটক, যা প্রমাণ করলেন জেলেনস্কি

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৮:৫২, ১২ জানুয়ারি ২০২৫

ইউক্রেনের হাতে উত্তর কোরিয়ার সেনা আটক, যা প্রমাণ করলেন জেলেনস্কি

উত্তর কোরিয়ার দুই সেনাকে আটক।

রাশিয়ার হয়ে যুদ্ধ করা উত্তর কোরিয়ার দুই সেনাকে আটক করার দাবি করেছে ইউক্রেন। স্থানীয় সময় শনিবার (১১ জানুয়ারি) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ দাবি করেন।

জানা যায়, কুরস্ক থেকে উত্তর কোরিয়ার ওই দুই সেনাকে আটক করে ইউক্রেনের সেনাসদস্যরা। তারা রুশ বাহিনীর পক্ষে যুদ্ধ করছিলেন বলে দাবি ইউক্রেনের। তাদের দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা এখন কিয়েভে রয়েছেন।

সাহসিকতার সঙ্গে উত্তর কোরিয়ার দুই সেনাকে ধরে ফেলার জন্য সেনাবাহিনীকে বিশেষ ধন্যবাদ জানিয়ে জেলেনস্কি বলেন, ‘এটি কোনো সহজ কাজ ছিল না। কেননা, যুদ্ধে উত্তর কোরিয়ার সেনারা যোগ দিয়েছেন এর প্রমাণ মুছে ফেলতে আহত কোরিয়ান সেনাদের মেরে ফেলা হয়।’

টেলিগ্রাম ও এক্সে জেলেনস্কি বলেন, ‘আটক দুই সেনাকে ইউক্রেনের তদন্ত বাহিনীর কাছে রাখা হয়েছে। আমি তাদেরকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ার জন্য বলে দিয়েছি। এখানে কী হচ্ছে, তা পুরো বিশ্বের জানা উচিত।’

ওই দুই সেনা সদস্যের ছবিও শেয়ার করেন জেলেনস্কি। তবে, তারা যে আসলেই উত্তর কোরিয়ার নাগরিক কিনা তার কোনো প্রমাণ দেননি তিনি। একজনের কাছে রুশ আইডি কার্ড রয়েছে বলে দেখা যায়। বিভিন্ন প্রতিবেদন বলছে, পরিচয় গোপন রাখতে উত্তর কোরিয়ার সেনাদের রুশ আইডি কার্ড দেওয়া হয়। জেলেনস্কির দাবি সত্যি হলে এই প্রথম রাশিয়ার সঙ্গে যুদ্ধে উত্তর কোরিয়ার কোনো সেনাদের আটক করল তারা। 

সূত্র: বিবিসি।

এম হাসান

×