ছবি সংগৃহীত
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ (শনিবার) জানায়, গত ৪৮ ঘণ্টায় গাজায় আরও ৩২ জন নিহত হয়েছে। যা মোট নিহতের সংখ্যা ৪৬,৫৩৭ তে পৌঁছেছে। মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৫ মাসে ইসরায়েল ও হামাসের সংঘাতে কমপক্ষে ১,০৯,৫৭১ জন আহত হয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার ঘোষণা করেছে যে, তারা ৪৯৯ জন মৃতের তথ্য আপডেট করেছে। যাদের তথ্য আগে অসম্পূর্ণ ছিল । মন্ত্রণালয়ের একটি সূত্র এএফপিকে জানিয়েছে, এসব ৪৯৯ জনের মৃত্যুই গত কয়েক মাসের মধ্যে হয়েছে।
এদিকে, গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানায় যে, গতকাল একটি স্কুলকে আশ্রয় কেন্দ্র বানানো জায়গায় ইসরায়েলি বিমান হামলায় আটজন নিহত হয়েছে। যার মধ্যে দুইজন শিশু এবং দুইজন মহিলা ছিলেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হামাস যোদ্ধাদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।
এই হামলা ছিল গাজায় স্কুল ভবনে আশ্রয় নেওয়া মানুষের উপর ইসরায়েলের ধারাবাহিক হামলা। গাজায় ১৪ মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে এমন ঘটনা প্রায়ই ঘটছে।
গাজায় মৃতের সংখ্যা এখন একটি বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ ইসরায়েল হামাসের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান শুরু করার পর এই সংখ্যা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
তবে শুক্রবার ব্রিটিশ চিকিৎসা সাময়িকী দ্য ল্যানসেট এক গবেষণায় জানিয়েছে যে, প্রথম ৯ মাসের মধ্যে গাজায় নিহতের সংখ্যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবের চেয়ে প্রায় ৪০ শতাংশ বেশি ছিল।
আশিক