ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

ভারতের ৫০০ টাকার নোট সতর্কতা

বাতিল হয়ে যেতে পারে ৫০০ টাকার নোট!

প্রকাশিত: ১৯:৫৫, ১১ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৯:৫৭, ১১ জানুয়ারি ২০২৫

বাতিল হয়ে যেতে পারে ৫০০ টাকার নোট!

ভারতের গণমাধ্যম নিউজ ১৮ এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের বর্তমানে সবচেয়ে বড় নোট হল,৫০০ টাকার নোট।আগে ভারতীয় মুদ্রায় ১০০০ ও ২০০০ নোট থাকলেও তখন দেশটির কেন্দ্রীয় সরকার পরবর্তী কালে তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়।

সম্প্রতি ভারত  সরকারের পক্ষ থেকে ৫০০ টাকার নোট নিয়ে বিশেষ সতর্কতা দেওয়া হয়।যেখানে বলা হয়,ভারতের বাজারে ৫০০ টাকা জাল নোটের পরিমাণ প্রায় ৩১৭ শতাংশ বেড়েছে । 

তথ্য অনুসারে, ভারতে, ২০১৮-১৯ অর্থবর্ষে ২১,৮৬৫ মিলিয়ন পিস (mpcs) থেকে ২০২২-২৩ অর্থবছরে ৯১,১১০ মিলিয়ন পিস জাল রুপির নোট বেড়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষে, এটি ১৫ শতাংশ কমেছে এবং এই সংখ্যা ৮৫,৭১১ মিলিয়ন পিস হয়েছে।সেজন্যই জনগণকে সতর্ক করতেই জাল নোট নিয়ে বিশেষ নির্দেশনা দিল ভারত সরকার।

ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে,যদি এমন জাল টাকার ছড়াছড়ি চলতেই থাকে তাহলে একসময় বাজারে বর্তমানে প্রচলিত ৫০০ টাকার নোটগুলো বাতিল হতে পারে।

 

 

ফুয়াদ

×