ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

পাকিস্তান বিমানের বিজ্ঞাপনে সন্ত্রাসী হামলার আভাস!

প্রকাশিত: ১৭:০৮, ১১ জানুয়ারি ২০২৫

পাকিস্তান বিমানের বিজ্ঞাপনে সন্ত্রাসী হামলার আভাস!

ছবি: সংগৃহীত

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) ১০ জানুয়ারি ২০২৫ থেকে ইসলামাবাদ-প্যারিস রুটে ফ্লাইট সেবা পুনরায় শুরু করেছে, ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক এয়ারলাইন্সের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর। এই সেবার প্রচারের জন্য পিআইএ তাদের ইনস্টাগ্রাম পেজে একটি পোস্ট শেয়ার করে, যেখানে একটি বিমান প্যারিসের দিকে যাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডে আইফেল টাওয়ার দৃশ্যমান।

তবে, এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক ব্যবহারকারী এই ছবিটির সঙ্গে ৯/১১ হামলার দৃশ্যের সাদৃশ্য খুঁজে পেয়েছেন, যেখানে একটি বিমানের টাওয়ার দিকে চলে যাওয়া দেখানো হয়েছে, যা ২০০১ সালের সন্ত্রাসী হামলার স্মৃতি পুনরুজ্জীবিত করেছে।

পোস্টের ক্যাপশনে লেখা ছিল, "প্যারিস, আমরা আজ আসছি," কিন্তু কিছু ব্যবহারকারী মন্তব্য করেছেন যে গ্রাফিক ডিজাইনের কারণে ছবিটি কিছুটা অস্বস্তিকর। একজন ব্যবহারকারী লিখেছেন, "এটা কি হুমকি?" আরেকজন বলেছেন, "আপনার গ্রাফিক্স ডিজাইনারদের ৯/১১-এর পরবর্তী সময় সম্পর্কে আবার শেখানো দরকার।"

পিআইএ এখনো এই প্রতিক্রিয়া সম্পর্কে কোনো মন্তব্য করেনি, তবে তাদের পোস্টটি দ্রুত সামাজিক মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

নাহিদা

×