ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

ভারতকে সতর্কবার্তা দিলো আইএমএফ!

প্রকাশিত: ১৬:৪২, ১১ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৭:১৩, ১১ জানুয়ারি ২০২৫

ভারতকে সতর্কবার্তা দিলো আইএমএফ!

ছবি: সংগৃহীত

ভারতের অর্থনীতি ২০২৫ সালে 'একটু দুর্বল' হতে পারে, এমনটাই পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা। তিনি শুক্রবার বলেছেন, এই বছর বিশ্বব্যাপী অনেক অনিশ্চয়তা রয়েছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতির কারণে।

জর্জিভা বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি পূর্বাভাসের চেয়ে বেশ ভালো করছে, ইউরোপ কিছুটা থেমে রয়েছে, আর ভারতের অর্থনীতি একটু দুর্বল," যদিও তিনি এ বিষয়ে আরও বিশদে কিছু জানাননি।

একটি বার্ষিক মিডিয়া রাউন্ডটেবিলের সময় তিনি বলেন, ২০২৫ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি স্থিতিশীল থাকবে, তবে অঞ্চলভিত্তিক বৈষম্য থাকতে পারে।

তিনি আরও বলেন, চীন বর্তমানে মুদ্রাস্ফীতি চাপের সম্মুখীন এবং দেশটির অভ্যন্তরীণ চাহিদার সাথে সমস্যা চলছে। "নিম্ন আয়ের দেশগুলো, যদিও অনেক প্রচেষ্টা করছে, কিন্তু যেকোনো নতুন ঝড় তাদের জন্য বেশ নেতিবাচক প্রভাব ফেলতে পারে," বলেন জর্জিভা।

২০২৫ সালে বিশ্ব অর্থনীতির নীতিতে অনিশ্চয়তা থাকবে, বিশেষত আমেরিকার নতুন প্রশাসনের বাণিজ্য নীতি, শুল্ক, কর ও সরকারী দক্ষতার উপর। এই অনিশ্চয়তা বিশেষত সেই দেশগুলোর জন্য বেশি, যারা বৈশ্বিক সরবরাহ চেইনে বেশিরভাগভাবে সম্পৃক্ত, মধ্যম আয়ের দেশ এবং এশিয়া অঞ্চলের জন্য।

ভারতের অর্থনীতি ২০২৪-২৫ সালে চার বছরের মধ্যে সবচেয়ে ধীর গতির প্রবৃদ্ধির সম্মুখীন হতে পারে, যা মূলত উৎপাদন খাতে ধীরগতি ও বিনিয়োগে স্লোডাউনের কারণে হবে। তবে কৃষি খাতে শক্তিশালী প্রবৃদ্ধি কিছু সহায়তা করবে এবং গ্রামীণ খরচ বাড়াতে সাহায্য করবে।

ন্যাশনাল স্ট্যাটিস্টিকস অফিসের (NSO) প্রথম অগ্রিম মূল্যায়ন অনুযায়ী, দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন (GDP) ৬.৪% বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যা ২০২৩-২৪ সালের ৮.২% থেকে অনেক কম।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

নাহিদা

×