ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

দাবানলকে যুদ্ধ পরিস্থিতির সাথে তুলনা করলেন মার্কিন প্রেসিডেন্ট

প্রকাশিত: ১৬:৩৯, ১১ জানুয়ারি ২০২৫

দাবানলকে যুদ্ধ পরিস্থিতির সাথে তুলনা করলেন মার্কিন প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। ক্ষতির পরিমাণ ১৫০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, আর আগুনে পুড়েছে প্রায় ৩৫ হাজার একর জমি। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেড় হাজারের বেশি ফায়ার সার্ভিস কর্মী নিরলস কাজ করে চলেছেন।

মার্কিন প্রেসিডেন্ট চলমান দাবানল পরিস্থিতিকে "যুদ্ধের মতো" বলে উল্লেখ করেছেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। পাশাপাশি কিছু এলাকায় স্বাস্থ্য সতর্কতাও জারি করা হয়েছে।

দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে লিডিয়া হার্স্ট, কেনে ইটন এবং প্যালিসেডস। আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি, নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে দেড় লাখেরও বেশি বাসিন্দাকে। এ ছাড়া আরও দেড় লাখ মানুষকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এ অবস্থায় লুটপাটের ঘটনাও ঘটছে বলে খবর পাওয়া গেছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর এই পরিস্থিতির কারণ অনুসন্ধানে তদন্তের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, অঞ্চলটির পানি সংকট কৃত্রিম, এবং এই দাবানল নিয়ন্ত্রণে আরও কার্যকরী উদ্যোগ নেওয়া জরুরি।

এদিকে, যুক্তরাজ্যের সাসেক্সের ডিউক ও ডাচেস প্যাসাডিনার একটি ত্রাণকেন্দ্র পরিদর্শন করেছেন। হ্যারি ও মেগান প্রাথমিক উদ্ধারকর্মীদের সাথেও দেখা করেন এবং পরিস্থিতি সম্পর্কে অবগত হন।

কর্তৃপক্ষ পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছে, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

ভিডিও দেখুন: https://youtu.be/afYDBi6ReLc?si=Wb33RhFDrzHNb95-

এম.কে.

×