ছবি: সংগৃহীত
বাতাসের গতি এবং আগুনের তীব্রতা এতটাই যে পিছিয়ে পড়তে বাধ্য হচ্ছে দমকল বাহিনী। বলছি লস এঞ্জেলসের দাবানলে ছাই হয়ে যাওয়া অঞ্চলের কথা।
যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলস। ইটন, প্যালিসেড থেকে ছড়ানো দাবানল নিয়ন্ত্রণে আনা যায়নি ৩ দিনেও। উল্টো ঝড়ের বেগে বাতাসে তা ছড়িয়েছে বিস্তীর্ণ এলাকায়।
সর্বশেষ জানা গেছে, ২১ হাজারেরও অধিক ও এলাকা জুড়ে সক্রিয় আছে দাবানলটি। গত কয়েকদিন ধরে জ্বলেই যাচ্ছে আর এর মধ্যে নিয়ন্ত্রনে আনা গেছে মাত্র আট শতাংশ।
এরই মধ্যে কয়েক হাজার হেক্টর জমি ছারখার হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এবং অঞ্চলটিকে রক্ষা করতে জীবনের পরোয়া না করে কাজে নেমেছে দমকল বাহিনীসহ অন্যান্য বাহিনীগুলো।
এইদিকে পুড়ে নিঃস্ব হচ্ছে লস এঞ্জেলস, অন্যদিকে একদল ব্যস্ত হয়ে আছে লুটপাটে। এমন অবস্থায় কোন উপায় না পেয়ে কারফিউ জারি করেছে পুলিশ প্রধান।
তিনি বলেন, 'যেসব এলাকা থেকে লোকজনদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে সেখানে কারফিউ জারি রি থাকবে। সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত এই কারফিউ থাকবে। নিরাপত্তা কর্মী ও দুর্যোগে অন্যান্য কর্মী ছাড়া কাউকে দেখলেই গ্রেপ্তার করা হবে। এভাবেই ক্ষতিগ্রস্ত এলাকার সুরক্ষিত থাকবে। সবার আগে জন নিরাপত্তা।'
এই দাবানল নিয়ন্ত্রণে এখন প্রশ্ন উঠেছে পানির ব্যবস্থা নিয়ে। বিশেষজ্ঞরা বলছেন, এই দাবানলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পূর্ব প্রস্তুতি বেশি জরুরী ছিল। তাহলে হয়তো এত প্রাণহানি ঘটতো না।
এইদিকে গত কয়েক দিনে বদলে গেছে লস এঞ্জেলসের রুপ ছাই হয়ে গেছে কয়েক হাজার হেক্টর এলাকা।
শিলা ইসলাম