ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

১৬ পাকিস্তানি বিজ্ঞানী জিম্মি, ব্যাপক ইউরেনিয়াম লুট!

প্রকাশিত: ১৫:১৫, ১১ জানুয়ারি ২০২৫

১৬ পাকিস্তানি বিজ্ঞানী জিম্মি, ব্যাপক ইউরেনিয়াম লুট!

ছবি: ইন্টারনেট

পাকিস্তান ও তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টি‌টিপি)-এর মধ্যে চলমান সংঘাতের মধ্যে, টি‌টিপি পাকিস্তানের অ্যাটমিক এনার্জি কমিশনের ১৬ জন পারমাণবিক বিজ্ঞানীকে অপহরণ করেছে। প্রতিবেদন অনুযায়ী, এই অপহরণের উদ্দেশ্য পাকিস্তান সরকারকে চাপ দিয়ে তাদের দাবি মেনে নিতে বাধ্য করা, যার মধ্যে টি‌টিপি যোদ্ধাদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান বন্ধ করাও রয়েছে।

টি‌টিপি সম্প্রতি এক ভিডিও প্রকাশ করেছে যেখানে জিম্মি বিজ্ঞানীদের দেখানো হয়েছে। তারা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং টি‌টিপি-র দাবি মেনে নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে অনুরোধ জানাচ্ছেন।

টি‌টিপি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের উদ্দেশ্য বিজ্ঞানীদের ক্ষতি করা নয়, বরং পাকিস্তান সরকারকে তাদের দাবি মেনে নিতে চাপ দেওয়া। টি‌টিপি-র দাবি অনুযায়ী, পাকিস্তানকে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করতে হবে এবং অন্যান্য শর্ত মেনে নিতে হবে। আরও উদ্বেগের বিষয় হলো, প্রতিবেদন অনুযায়ী টি‌টিপি পাকিস্তানের বৃহত্তম ইউরেনিয়াম খনি থেকে বিপুল পরিমাণ ইউরেনিয়াম লুট করেছে।

এই ঘটনা এমন এক সময় ঘটেছে যখন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাকিস্তান আফগানিস্তানের ভিতরে টি‌টিপি যোদ্ধাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে, যা পাল্টা হামলার জন্ম দিয়েছে। এর ফলে উভয় পক্ষেই প্রাণহানি হয়েছে এবং সংঘাতের মাত্রা বেড়েছে।

আফগান তালেবান সরকার টি‌টিপি-কে আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। তবে, ক্রমবর্ধমান সহিংসতা আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে। পাকিস্তান ও আফগান তালেবান পরস্পরের প্রতি উসকানির অভিযোগ তুলেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
সূত্র: ইন্ডিয়া.কম

নাহিদা

×