ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

ট্রাম্পের কাছে আমেরিকার অঙ্গরাজ্য কিনতে চায় কানাডা!

প্রকাশিত: ১৫:০৭, ১১ জানুয়ারি ২০২৫

ট্রাম্পের কাছে আমেরিকার অঙ্গরাজ্য কিনতে চায় কানাডা!

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর হুমকির পাল্টা জবাবে কানাডা এবার উল্টো প্রস্তাব দিল। অন্টারিও প্রদেশের প্রিমিয়ার ডাগ ফোর্ড সরাসরি দুই মার্কিন অঙ্গরাজ্য কিনতে আগ্রহ প্রকাশ করেছেন।

কানাডার সিটিভি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ডাগ ফোর্ড মজা করে বলেন, “ট্রাম্প যদি আলাস্কা ও মিনেসোটা বিক্রি করতে চান, তবে কানাডা তা কেনার জন্য প্রস্তুত। এমন প্রস্তাব আরও বাস্তবসম্মত হবে।” তিনি আরও উল্লেখ করেন, কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, যা দুই দেশের বন্ধুত্বের প্রতীক। কেবল মিনেসোটার সাথেই কানাডার সীমান্ত ৫৫০ মাইল দীর্ঘ।

ফোর্ড ট্রাম্পকে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও কানাডা পরস্পরের বৃহত্তম বাণিজ্য অংশীদার। প্রতিদিন কানাডা যুক্তরাষ্ট্রে ৪৩ মিলিয়ন ব্যারেল তেলসহ বিদ্যুৎ, খনিজ ও গাড়ি রপ্তানি করে। এমন মিত্র সম্পর্ক নষ্ট করা কখনোই বুদ্ধিমানের কাজ নয়।

ফোর্ড আরও বলেন, চীন ও মেক্সিকোর মতো দেশগুলো উত্তর আমেরিকার শ্রমবাজারে প্রভাব ফেলছে। এসব দেশের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য ট্রাম্পকে আহ্বান জানান তিনি।

এর আগে ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত করার আগ্রহ প্রকাশ করেন এবং কানাডাবাসী এ ধরনের পরিবর্তন চাইছে বলে দাবি করেন। তবে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ট্রাম্পের এই পরিকল্পনাকে সম্পূর্ণ অবাস্তব ও অযৌক্তিক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, “কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হবে না। এ দুই দেশ পরস্পরের বাণিজ্য ও নিরাপত্তা অংশীদার হিসেবে ভালো আছে।”

ভিডিও দেখুন: https://youtu.be/PcRt6ZpfunI?si=Kr1Mww1R0vP_7f3e

এম.কে.

×