ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কার আদালত বৃহস্পতিবার রাজনৈতিকভাবে প্রভাবশালী কট্টরপন্থী বৌদ্ধ ভিক্ষু গালাগোদআত্তে গ্নানাসারাকে কারাগারে পাঠিয়েছে। ইসলাম অবমাননা এবং ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে তাকে দ্বিতীয়বারের মতো কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০১৬ সালে করা ইসলামবিরোধী মন্তব্যের কারণে গ্নানাসারাকে বৃহস্পতিবার নয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। এর আগে, গত বছর একই ধরনের অভিযোগে সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে মন্তব্য করার জন্য তাকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে তিনি আপিল করার সময় জামিনে ছিলেন।
গ্নানাসারা সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। ২০২১ সালে রাজাপক্ষ তাকে শ্রীলঙ্কার আইন সংস্কার এবং ধর্মীয় সম্প্রীতি নিশ্চিত করতে একটি প্যানেলের প্রধান হিসেবে নিয়োগ দেন। তবে বিরোধী সংসদ সদস্য শনকিয়ান রাসামানিক্কম এই নিয়োগকে “ব্যঙ্গের চূড়ান্ত উদাহরণ” বলে বর্ণনা করেছিলেন।
২০১৮ সালে গ্নানাসারা একজন নিখোঁজ কার্টুনিস্টের স্ত্রীর প্রতি ভীতি প্রদর্শন এবং আদালত অবমাননার দায়ে ছয় বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। তবে মাত্র নয় মাসের মধ্যেই তৎকালীন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার ক্ষমার ফলে তিনি মুক্তি পান।
তার পৃষ্ঠপোষক রাজাপক্ষে ২০২২ সালের অর্থনৈতিক সংকটের কারণে গণবিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হন। এর ফলে গ্নানাসারা আবারও অপমানিত হয়ে মামলার মুখোমুখি হন।
সূত্র: এএফপি
নাহিদা