ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

সভ্য সমাজের অসভ্য রূপ, দাবানলের মধ্যেই চলছে লুটপাট!

প্রকাশিত: ১৩:৩৯, ১১ জানুয়ারি ২০২৫

সভ্য সমাজের অসভ্য রূপ, দাবানলের মধ্যেই চলছে লুটপাট!

ছবি: সংগৃহীত

ক্যালিফোর্নিয়ার ইতিহাসের ভয়াবহতম দাবানল পুরো অঞ্চলকে গ্রাস করেছে। প্যালিসেড এবং ইটনের বিস্তীর্ণ এলাকা দাবানলে ধ্বংস হয়ে গেছে।

এই দুর্যোগের সুযোগ কাজে লাগিয়ে লুটপাটে মেতে উঠেছে একদল দুর্বৃত্ত। আগুনের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত কিংবা বাসিন্দাদের ছেড়ে যাওয়া বাড়িঘর, অফিস ও দোকানপাটে চালানো হচ্ছে লুটপাট।

অপরাধীরা সরকারি কার্যালয় থেকেও মূল্যবান সম্পদ লুটে নিচ্ছে। প্রশাসন একদিকে আগুন নেভানোর চেষ্টায় ব্যস্ত, অন্যদিকে এই নজিরবিহীন অরাজকতা সামাল দিতে হিমশিম খাচ্ছে। ইতোমধ্যেই ২০ জনকে আটক করা হয়েছে।

লস অ্যাঞ্জেলসের কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করেছে এবং নিরাপত্তা জোরদার করতে ন্যাশনাল গার্ডের সহায়তা চেয়েছে।

দাবানলে এখন পর্যন্ত প্রায় দুই লাখ মানুষ ঘরছাড়া হয়েছে। ফাঁকা এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন বাড়তি সতর্কতা অবলম্বন করছে।

এই দুর্যোগে লুটপাটের ঘটনা লজ্জাজনক ও অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন সংশ্লিষ্টরা। এমন অমানবিক আচরণ সভ্য সমাজের এক অন্ধকার দিক তুলে ধরছে।

ভিডিও দেখুন: https://youtu.be/1w-Rr1YCqdo?si=X1pndPLNntb9xo1u

এম.কে.

×