আফগানিস্তানভিত্তিক বার্তা সংস্থা খামা প্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, আফগানিস্তানর ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান।তারা জানায়, আফগানিস্তানের কুনারে এই হামলা চালানো হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তান। এতে সেই অঞ্চল থেকে অন্যত্র পালিয়ে যায় স্থানীয়রা।
প্রতিবেদনে আরো বলা হয়, সীমান্তবর্তী কুনার প্রদেশে পাকিস্তানি বাহিনী কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শুক্রবার রাতে পাকিস্তানি বাহিনী সারকানি জেলার বিভিন্ন গ্রামে অন্তত ৫০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
গেল ৯ জানুয়ারি,প্রথমবারের মত তালেবানের সঙ্গে বৈঠক বসে ভারত।ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি দুবাইতে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সাথে দেখা করেন। এতে ভারত আফগান জনগণের জরুরি উন্নয়নের প্রয়োজনে সাড়া দেওয়ার জন্য ভারতের প্রস্তুতির কথা জানান। অন্যদিকে তালেবান প্রতিনিধি ভারতকে আশ্বাস দিয়েছেন, তালেবানরা আফগান ভূখণ্ড ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না।
আফগানিস্তানের মাটিতে পাকিস্তানি সেনাবাহিনীর হামলার দুসপ্তাহের মাথাতেই নয়াদিল্লি-কাবুলের এই বৈঠকে পরেই ক্ষেপণাস্ত্র হামলাম ঘটনা বিশেষ কিছুর দিকেই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ফুয়াদ