যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল লেলিহান শিখায় গ্রাস করেছে বিস্তীর্ণ এলাকা। পাহাড় থেকে শুরু হওয়া আগুন দ্রুত ছড়িয়ে পড়ে সংলগ্ন বসতিতে, যেখানে রয়েছে হলিউড তারকা এবং রাজনীতির দুনিয়ার নক্ষত্রদের প্রাসাদোপম বাড়ি।
এই এলাকায় দাবানল নতুন ঘটনা নয়, তবে এবারের মতো এমন বিধ্বংসী আগুন সাম্প্রতিক কালে দেখা যায়নি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পালিসেডস, আল্টাডেনা এবং পাসাডেনা অঞ্চল। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় অন্তত তিন লাখ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় এক লাখ বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।
কোথাও কোথাও আগুনের সঙ্গে বাতাসের গতি ছিল ঘণ্টায় ১০০ কিলোমিটার। বিলাসবহুল বাংলোয় সাজানো লস অ্যাঞ্জেলেসের অনেকাংশ এখন যেন পুড়ে যাওয়া এক ধ্বংসস্তূপ। পানি ফুরিয়ে গেছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতি সামাল দিতে বাইডেন প্রশাসন উদ্ধার বাহিনী মোতায়েন করেছে।
দাবানলে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন জেমস উডস, প্যারিস হিলটন এবং বিলি ক্রিস্টালের মতো হলিউড তারকারা। প্যারিস হিলটন ইনস্টাগ্রামে শোক প্রকাশ করে লিখেছেন, "পরিবারের সঙ্গে বসে আমাদের বাড়ি পুড়তে দেখা হৃদয়বিদারক। এই বাড়ি আমাদের স্মৃতির ভাণ্ডার ছিল।"
এদিকে, দাবানলের জন্য গভর্নর গ্যাভিন নিউসমকে দোষারোপ করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেন, বৃষ্টি এবং বরফ গলা পানি সংরক্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যেত, কিন্তু গভর্নর বিরল প্রজাতির মাছের ক্ষতির আশঙ্কায় তা করেননি। ট্রাম্পের ভাষায়, "এই বিপর্যয়ের জন্য নিউসমই দায়ী। তিনি অবিলম্বে পদত্যাগ করুন।"
ক্যালিফোর্নিয়ার দাবানল শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং তা নিয়ন্ত্রণে রাজনৈতিক বিতর্কও জোরদার করেছে।
আফরোজা