ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

আমরা যুদ্ধের পক্ষে নয়, শান্তি ও নিরপেক্ষতার পক্ষে: নরেন্দ্র মোদি

প্রকাশিত: ১০:৩৬, ১১ জানুয়ারি ২০২৫

আমরা যুদ্ধের পক্ষে নয়, শান্তি ও নিরপেক্ষতার পক্ষে: নরেন্দ্র মোদি

ছবি: সংগৃহীত।

সম্প্রতি এক পডকাস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের কিছু ভুলের কথা খোলামেলা ভাবে স্বীকার করেছেন এবং শান্তি ও নিরপেক্ষতার পক্ষে থাকার কথা বলেছেন। এই পডকাস্টটি তৈরি করেছেন জেরোধার সহ-প্রতিষ্ঠাতা নিখিল কামাথ।

পডকাস্টে মোদি বলেন, "ভুল হওয়া স্বাভাবিক, কারণ আমি একজন মানুষ, দেবতা নই।" তিনি এও উল্লেখ করেন যে মানুষ হিসেবে ভুল করা তার অংশ এবং সেটিই জীবনের এক অবিচ্ছেদ্য সত্য। (এনডিটিভির খবর অনুযায়ী)

পডকাস্টের ভিডিও প্রকাশের আগে, নিখিল কামাথ দুটি মিনিটের একটি ট্রেলার প্রকাশ করেন, যেখানে তিনি মোদিকে বেশ কিছু প্রশ্ন করেন এবং মোদি সেগুলোর উত্তর দেন।

পডকাস্টে বিশ্বের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। এই বিষয়ে মোদি বলেন, “আমরা বার বার ঘোষণা করেছি যে আমরা কোনও পক্ষ থেকে নয়, শান্তির পক্ষে।” তিনি আরও বলেন, "এই সংকটের সময়ে আমরা নিজের অবস্থান স্পষ্ট করেছি যে আমরা শান্তি ও নিরপেক্ষতার পক্ষে।"

এছাড়া, পডকাস্টে নিখিল মোদিকে এক প্রশ্ন করেন, “যদি একজন যুবক নেতা হতে চান, তবে কী এমন কোনো বিশেষ গুণ আছে যা তাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে?” এর জবাবে মোদি বলেন, "রাজনীতিতে আসার জন্য ভালো মানুষ হওয়া উচিত, এমন মানুষ যারা উচ্চাকাঙ্ক্ষা নিয়ে নয়, বরং মিশন নিয়ে কাজ করে।"

নুসরাত

×