ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় দোষী ট্রাম্প পেলেন শর্তহীন মুক্তি

প্রকাশিত: ০৯:৫৯, ১১ জানুয়ারি ২০২৫; আপডেট: ১০:০৬, ১১ জানুয়ারি ২০২৫

পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় দোষী ট্রাম্প পেলেন শর্তহীন মুক্তি

ছবি : সংগৃহীত

পর্ন তারকাকে ঘুষ দেওয়ার তথ্য গোপনের মামলায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা হয়। কিন্তু আদালত তাকে একটি ব্যতিক্রমী দণ্ড দিয়েছেন। ট্রাম্পকে কারাদণ্ড বা জরিমানা নয়, বরং দেওয়া হয়েছে ‘শর্তহীন মুক্তি’।

শুক্রবার (১০ জানুয়ারি) নিউইয়র্কের বিচারক হুয়ান মারচান এ মামলার রায় ঘোষণা করেন।

মুখ বন্ধ রাখার জন্য পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার এই মামলায় আইন অনুযায়ী ট্রাম্পের সর্বোচ্চ চার বছরের কারাদণ্ড হতে পারত। বিচারক হুয়ান মারচান তাকে শর্তহীন মুক্তি দিয়েছে।

ট্রাম্পের বিরুদ্ধে করা মামলায় বলা হয়েছিল, সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্ক হয়েছিল ট্রাম্পের। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে  সম্পর্কের কথা গোপন রাখতে স্টর্মিকে ঘুষ দিয়েছিলেন তিনি। ঘুষের তথ্য নিজের ব্যবসায়িক নথিপত্রে উল্লেখ করেননি ট্রাম্প। এ মামলায় ২০২৪ সালের মে মাসে দোষী সাব্যস্ত হন তিনি।

দণ্ড ঘোষণার সময়  বিচারক হুয়ান মারচান বলেন, আগে কখনো এই আদালতকে এতটা অনন্য ও উল্লেখযোগ্য পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। দেশের সর্বোচ্চ পদধারী ব্যক্তির ওপর হস্তক্ষেপ না করে আইনগতভাবে একমাত্র যে দণ্ড দেওয়া যায়, তা হলো, শর্তহীন মুক্তি।

মনিষা মিম

×