ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

কী আছে খালেদা জিয়ার হাসপাতাল লন্ডন ক্লিনিকে?

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ২২:১০, ১০ জানুয়ারি ২০২৫

কী আছে খালেদা জিয়ার হাসপাতাল লন্ডন ক্লিনিকে?

ছবিঃ সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রা করেছেন। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। সেখানে তিনি চিকিৎসা নেবেন বিশ্বের খ্যাতিমান হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে। 

সেখানে তার চিকিৎসা শুরু হয়েছে প্রখ্যাত লিভার বিশেষজ্ঞ অধ্যাপক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে। প্রফেসর প্যাট্রিক কেনেডি লিভারের ভাইরাসজনিত রোগ নিয়ে গবেষণার জন্য বিশ্বব্যাপী পরিচিত। তিনি ইউনিভার্সিটি কলেজ ডাবলিনে প্রশিক্ষণ নেওয়ার পর লন্ডনে পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণ সম্পন্ন করেন। ২০০৯ সালে বার্টস অ্যান্ড দ্য লন্ডন স্কুল অব মেডিসিন অ্যান্ড ডেন্টিস্ট্রিতে জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে যোগ দেন।

১৯৩২ সালে প্রতিষ্ঠিত এই হাসপাতালটি কেবল চিকিৎসার মানেই বিখ্যাত নয়; এখানে চিকিৎসা নিয়েছেন রাজা তৃতীয় চার্লস, রানি দ্বিতীয় এলিজাবেথ, ডিউক অফ এডিনবরা, সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং হলিউডের কিংবদন্তিরা। এমনকি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এই হাসপাতালে জন্মগ্রহণ করেন।

দক্ষ চিকিৎসক এবং উন্নত সেবার জন্য দ্য লন্ডন ক্লিনিক বিশ্বজুড়ে একটি নির্ভরযোগ্য নাম। খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করছে বিএনপি।

জাফরান

×