ছবি সংগৃহীত
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকের আয়োজন চলছে। ফ্লোরিডার পাম বিচে মার-এ-লাগো রিসোর্টে রিপাবলিকান গভর্নরদের সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য জানান। যদিও বৈঠকের নির্দিষ্ট সময় এখনো উল্লেখ করা হয়নি।
২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে এই বৈঠক নতুন কূটনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। ট্রাম্প বলেছেন, "প্রেসিডেন্ট পুতিন আমার সঙ্গে দেখা করতে চান। আমরা বৈঠকের আয়োজন করছি। সেই যুদ্ধ বন্ধ করতে হবে। পুতিন নিজেও তা প্রকাশ্যে বলেছেন।"
এদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ট্রাম্পের সঙ্গে যোগাযোগের প্রত্যাশাকে পুতিন স্বাগত জানাবেন। তবে এখন পর্যন্ত হোয়াইট হাউস থেকে আনুষ্ঠানিক কোনো অনুরোধ পাওয়া যায়নি।
এর আগে, মার্কিন নির্বাচনে প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন, তিনি নির্বাচিত হলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটবে।
আশিক