.
বিশ্ব প্রথমবারের মতো এমন একটি পূর্ণাঙ্গ বছর পার করল, যার গড় তাপমাত্রা শিল্প পূর্ব সময়ের গড় তাপমাত্রার চেয়ে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। তাপমাত্রা নথিভুক্ত করার পর থেকে ২০২৪ সালটি ছিল বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর। শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের (সিথ্রিএস) বিজ্ঞানীরা এমনটাই মত দিয়েছেন। সিথ্রিএস বলেছে, জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর তাপমাত্রা বেড়ে এমন এক পর্যায়ে পৌঁছাচ্ছে, যা আধুনিক যুগের মানুষ আগে কখনো অনুভব করেনি। সিথ্রিএসের পরিচালক কার্লো বুওনটেম্পো বলেন, ‘প্রবণতাটি অবিশ্বাস্য রকমের।’ -ওয়েবসাইট