ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

ঘুষকাণ্ডে ফের বিপাকে ট্রাম্প

.

প্রকাশিত: ২০:০৭, ১০ জানুয়ারি ২০২৫

ঘুষকাণ্ডে ফের বিপাকে ট্রাম্প

.

পর্নো তারকাকে দেওয়া ঘুষ মামলায় সুপ্রিম কোর্টে ফের ধাক্কা খেলেন যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শারীরিক সম্পর্ক নিয়ে মুখ না খুলতে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগের মামলায় সাজা ঘোষণা স্থগিত রাখার আবেদন জানান ট্রাম্প। তিনি। কিন্তু শুক্রবার তা খারিজ করে দিয়েছে আমেরিকার শীর্ষ আদালত। আগামী ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন ট্রাম্প। তার আগে সুপ্রিম কোর্টের এই রায় তাকে বিপাকে ফেলবে বলেই মনে করা হচ্ছে। এই মামলায় ম্যানহাটনের আদালত আগেই তাকে দোষী সাব্যস্ত করেছে।
তবে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সাজা ঘোষণা স্থগিত রেখেছিলেন বিচারক জুয়ান মার্চেন। পরে নির্বাচনে জয়ের পর মামলা প্রত্যাহারের জন্যও আবেদন জানিয়েছিলেন ট্রাম্প। তার আইনজীবীরা আমেরিকার সুপ্রিম কোর্টের একটি নির্দেশের কথা তুলে ধরেছিলেন ম্যানহাটনের আদালতে। সুপ্রিম কোর্টের ওই নির্দেশ অনুসারে, আমেরিকার প্রেসিডেন্টদের ‘অফিসিয়াল’ কাজকর্মের আইনি রক্ষাকবচের কথা বলা হয়েছে। তবে সেটি এই মামলায় ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছিলেন ম্যানহাটন আদালতের বিচারক মার্চেন। সুপ্রিম কোর্টও শুক্রবার একই কথা জানিয়েছে। ট্রাম্পের আইনজীবীরা ২০ জানুয়ারি পর্যন্ত সাজা পিছিয়ে দেওয়ার আর্জি জানালেও তা খারিজ করে দেয় শীর্ষ আদালত। আমেরিকার আইন অনুযায়ী এ ক্ষেত্রে ট্রাম্পের জেলের সাজা হওয়ার সম্ভাবনা প্রায় নেই। আর্থিক জরিমানা হতে পারে। বিচারক মার্চেন জানিয়েছেন তিনি ট্রাম্পের জেল-জরিমানা করবেন না। পর্নো তারকা স্টর্মির সঙ্গে শারীরিক সম্পর্কের পরে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় তার মুখ বন্ধ রাখতে ট্রাম্প ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন। ওই টাকা দেওয়ার বিষয়টি গোপন রাখতে ট্রাম্প তার ব্যবসায়িক সংস্থার নথিপত্রে জালিয়াতি করেছিলেন। এদিকে ডোনাল্ড ট্রাম্প ইউরোপকে বিভক্ত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছে জার্মানি। এক সাক্ষাৎকারে এই অভিযোগ করেছেন দেশটির ভাইস চ্যান্সেলর। সাক্ষাৎকারে ইউরোপকে একসঙ্গে থাকার বার্তাও দিয়েছেন তিনি। ওদিকে ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার বলেছেন, রুশ নেতা ভøাদিমির পুতিন তার সঙ্গে বৈঠক করতে চান।
দুজনের মধ্যে একটি বৈঠকের আয়োজন চলছে। শপথ নেওয়ার অল্প কয়েক দিন বাকি থাকতে পুতিনের সঙ্গে বৈঠক আয়োজনের ঘোষণা দিলেন এই রিপাবলিকান নেতা। নির্বাচনী প্রচার চলাকালে ট্রাম্প ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে দেশটিতে হামলা চালিয়ে আসছে রাশিয়া। ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে মার-এ-লাগো রিসোর্টে রিপাবলিকান গভর্নরদের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, ‘তিনি (পুতিন) বৈঠক করতে চান এবং আমরা এর আয়োজন করছি।’
ট্রাম্প আরও বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন বৈঠক করতে চান। এমনকি তিনি এ কথা প্রকাশ্যেও বলেছেন। আর আমরা অবশ্যই ওই যুদ্ধের অবসান ঘটাব, এ এক রক্তপাত।’ ট্রাম্প কখনোই ইউক্রেনে যুদ্ধবিরতি বা শান্তি চুক্তির জন্য কোনো সুনির্দিষ্ট প্রস্তাব দেননি। তবে কিয়েভে যুক্তরাষ্ট্র যে বিপুল পরিমাণ সামরিক সহায়তা পাঠিয়েছে, তা নিয়ে প্রায়ই সমালোচনা করে থাকেন তিনি।

×