ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

পুতিন-ট্রাম্প বৈঠকের আভাস: প্রস্তুতি চলছে!

প্রকাশিত: ১৯:৩২, ১০ জানুয়ারি ২০২৫

পুতিন-ট্রাম্প বৈঠকের আভাস: প্রস্তুতি চলছে!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতির কথা জানিয়েছেন। তবে বৈঠকের নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি।

পাম বিচের মার-এ-লাগোতে রিপাবলিকান গভর্নরদের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প জানান, পুতিনের সঙ্গে বৈঠকের আয়োজন করা হচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে তিনি বলেন, “এই যুদ্ধ বন্ধ হওয়া জরুরি। এটি একটি রক্তাক্ত সংঘাত।”

ট্রাম্প আরও জানান, পুতিন ছাড়াও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

এদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, পুতিন ট্রাম্পের যোগাযোগের আগ্রহকে স্বাগত জানাবেন, তবে যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বৈঠকের প্রস্তাব দেয়নি।

রাজু

×