ছবি: সংগৃহীত
ভারতের হিমাচল প্রদেশের হামিরপুর জেলার এক ব্যবসায়ী অবাক হয়ে যান, যখন তিনি তার ডিসেম্বর ২০২৪ মাসের জন্য ২১০ কোটি টাকা বিদ্যুৎ বিল পান। আগের মাসে তিনি মাত্র ২,৫০০ রুপি বিল পরিশোধ করেছিলেন।
এলাকার বিদ্যুৎ বোর্ডের কর্মকর্তারা জানান, একটি "প্রযুক্তিগত ত্রুটি"র কারণে এমন বিশাল বিল তৈরি হয়েছিল। পরে এটি সংশোধন করে ৪,০৪৭ রুপি করা হয়।
এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, ললিত ধিমান নামের এই ব্যবসায়ী হিমাচলের বহেরউইন জট্টান গ্রামের বাসিন্দা। তিনি বিদ্যুৎ বোর্ডে অভিযোগ জানালে কর্মকর্তারা ত্রুটির কথা স্বীকার করেন।
গত বছর নভেম্বরে গুজরাটের ভালসাদেও একটি একই ধরনের ঘটনা ঘটেছিল। মুসলিম আনসারি নামে এক দর্জি ৮৬.৪১ লাখ টাকার বিদ্যুৎ বিল পান। আনসারির দোকানের বিদ্যুৎ সংযোগ দক্ষিণ গুজরাট বিজ কোম্পানি লিমিটেডের (DGVCL) মাধ্যমে হয়, যাদের সাতটি জেলার ৩২ লাখ গ্রাহক রয়েছে।
পরিদর্শনের পর জানা যায়, মিটার রিডিং নেওয়ার সময় ভুলক্রমে দুটি অতিরিক্ত সংখ্যা – ১ এবং ০ – যোগ করা হয়েছিল। ফলে বিলের অঙ্ক এত বেশি হয়। পরে এটি সংশোধন করে ১,৫৪০ রুপি করা হয়।
একজন কর্মকর্তা, হিতেশ প্যাটেল বলেন, “মিটার রিডিং নেওয়ার সময় ত্রুটির কারণে বিল বেশি হয়েছিল। এখন সংশোধিত বিল দেওয়া হয়েছে।” আনসারির দোকানের সাধারণত মাসিক বিদ্যুৎ বিল দুই হাজার টাকার নিচেই থাকে।
নাহিদা