ছবি: সংগৃহীত।
সৌদি আরবে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে, যা রাজধানী রিয়াদ, পবিত্র মক্কা ও মদিনাসহ বেশ কয়েকটি অঞ্চলে ব্যাপক ক্ষতি সৃষ্টি করেছে। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার সৌদি আরবের আবহাওয়া অধিদপ্তর, ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি, মক্কা ও মদিনাসহ পশ্চিম ও পূর্বাঞ্চলে রেড অ্যালার্ট জারি করেছে। একই সঙ্গে রিয়াদসহ মধ্যাঞ্চল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দুটি প্রদেশ, আসির ও জাজানে অরেঞ্জ অ্যালার্টও জারি করা হয়েছে। এসব অঞ্চলের বাসিন্দাদের বন্যার ঝুঁকি থেকে বাঁচতে সরকারের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, মক্কা ও মদিনার রাস্তাঘাট প্লাবিত হয়েছে, গাড়ি ভেসে যাচ্ছে এবং ভবনগুলো ডুবে যাচ্ছে। এছাড়া বিভিন্ন নিচু এলাকা ও উপত্যকায় পানি জমে রয়েছে।
সৌদি পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বদর প্রদেশের আল-শাফিয়া এলাকায় সর্বোচ্চ ৪৯.২ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর পর জেদ্দার আল-বাসাতিনে ৩৮ মিমি এবং মদিনার মসজিদে নববীর কেন্দ্রীয় হারাম এলাকায় ৩৬.১ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কুবা মসজিদের কাছেও ২৮.৪ মিমি বৃষ্টিপাত হয়েছে।
সৌদি আরবের দুর্যোগ মোকাবিলা দপ্তর এবং রেড ক্রিসেন্ট জানায়, বন্যায় আটকে পড়া মানুষদের উদ্ধার কার্যক্রমের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। একই সঙ্গে জনগণকে নিচু এলাকা ও বন্যার ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বন্যার ভয়াবহতা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে, পানির তীব্র স্রোতে গাড়ি ভেসে যাচ্ছে।
সৌদি আরবে জলবায়ু পরিবর্তন গত কয়েক বছরে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। মরুর দেশটি এখন নিয়মিত তুষারপাত, বন্যা ও শিলাবৃষ্টির কবলে পড়ছে, যা আগের কোনো সময়ের নজির নয়। গত বছর শীতকালীন মৌসুমে দেশটিতে তাপমাত্রা মাইনাস ৯.০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। এছাড়া শুষ্ক মৌসুমেও আকস্মিক বন্যার ঘটনা কিছু বিশেষজ্ঞদের মতে, কেয়ামতের ছোট আলামত হিসেবে চিহ্নিত হচ্ছে।
ইসলামিক বিশেষজ্ঞদের মতে, কেয়ামতের ছোট আলামত হিসেবে পৃথিবীজুড়ে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তীব্র ঠান্ডা এবং দাবদাহের মতো প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ বাড়বে। এতে বিশ্বজুড়ে ফসলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে, অন্যদিকে মরু অঞ্চলে অতিরিক্ত ঝড়-বৃষ্টির কারণে বিপর্যয় সৃষ্টি হবে, আরব অঞ্চল বন্যার কবলে পড়ে বিপর্যস্ত হবে। পানি দ্বারা শুষ্ক মরুভূমি সবুজ অরণ্যে পরিণত হবে, যা একটি আশ্চর্যজনক পরিবর্তন।
নুসরাত