ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

হলিউড মুভির মতো পুড়ছে বাড়িগুলো!

প্রকাশিত: ১০:৫৪, ১০ জানুয়ারি ২০২৫

হলিউড মুভির মতো পুড়ছে বাড়িগুলো!

দাবানল। সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে বাড়িগুলো যেন হলিউড মুভির মতো পুড়ছে! দাবানলের ধোঁয়া দৌঁড়ের উপর রাখছে মানুষকে, ধোঁয়া ও ধূলোর কুণ্ডলী নিঃশ্বাস পর্যন্ত নিতে দিচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং অবসরপ্রাপ্ত অগ্নিনির্বাপক কর্মীদেরও ডাকা হয়েছে।

দাবানলের কারণে লস অ্যাঞ্জেলস কাউন্টিতে প্রায় ১,৭৯,০০০ বাসিন্দা নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ পেয়েছেন। এ ছাড়া আরও ২,০০,০০০ বাসিন্দা সতর্কতামূলক অবস্থায় রয়েছেন, যাদের যেকোনো সময় এলাকা খালি করতে হতে পারে। প্যাসিফিক প্যালিসেডস, ইটন, এবং হার্স্ট এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। প্যাসিফিক প্যালিসেডসের অভিজাত এলাকাগুলোতে প্রবল বাতাসের কারণে আগুন ঘর থেকে ঘরে লাফিয়ে ছড়াচ্ছে। বাতাসের ঝাপটায় আগুনের ফুলকি শত শত মিটার দূরে গিয়ে নতুন আগুন সৃষ্টি করছে। ইটন ফায়ারের কাছে পাঁচজনের মরদেহ পাওয়া গেছে। 

লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা বলেছেন, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তিনি বলেন, "এলাকাগুলোতে যেন বোমা ফেলা হয়েছে এমনটা মনে হচ্ছে।"

দাবানলে ৫,৩০০টি কাঠামো ধ্বংস হয়েছে, যার মধ্যে রয়েছে বাড়ি, স্কুল এবং সানসেট বুলেভার্ডের ব্যবসা প্রতিষ্ঠান। এই দাবানল যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বীমা শিল্প ধারণা করছে, ক্ষতির পরিমাণ ৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। প্যালিসেডস এ ১৭,০০০ একর এলাকা, ইটনে প্রায় ১৪,০০০ একর এলাকা, হার্স্ট এ ৬৭০ একর এলাকা, লিডিয়ায় ৩৫০ একর এলাকায় এবং কেনেথ এ নতুন দাবানলে ৫০ একর এলাকা পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

দাবানলের কারণে হলিউডের নানা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। তারকাদের প্রিয় প্যাসিফিক প্যালিসেডস এলাকা ও আশপাশের বহু বিলাসবহুল বাড়ি আগুনে পুড়ে গেছে। তারকা ম্যান্ডি মুর তার সন্তান ও পোষা প্রাণীদের নিয়ে আগুন থেকে পালিয়ে যান। তিনি ইনস্টাগ্রামে একটি পোস্টে বলেন, ‘আমার প্রিয় বাড়ি। আমি শোকাহত। এতকিছু হারানোর দুঃখ কোনোভাবেই প্রকাশ করতে পারছি না।’ 

অভিনেতা জেমস উডস নিজের বাড়ির চারপাশে আগুনের ভিডিও পোস্ট করেন। তিনি লেখেন, ‘আমাদের সুন্দর বাড়িটি এতদিন ধরে টিকে ছিল- এটা যেন আপনজন হারানোর মতো বেদনা।’

×