ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

ভারতের আমন্ত্রণে এক হতে যাচ্ছে তিন দেশ!

প্রকাশিত: ১০:০৭, ১০ জানুয়ারি ২০২৫

ভারতের আমন্ত্রণে এক হতে যাচ্ছে তিন দেশ!

ছবি: সংগৃহীত

ভারত আবহাওয়া বিভাগের (আইএমডি) ১৫০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত ‘অবিভক্ত ভারত’ সেমিনারে অংশগ্রহণের জন্য পাকিস্তান, বাংলাদেশ এবং অন্যান্য প্রতিবেশী দেশগুলোকে আমন্ত্রণ জানিয়েছে।প্রথমবারের মতো আয়োজিত এই উদ্যোগে ভারতীয় উপমহাদেশের ঐতিহাসিক ঐক্য উদ্‌যাপনের জন্য মতভেদ ভুলে একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

পাকিস্তান ইতোমধ্যে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে, তবে বাংলাদেশ থেকে এখনো নিশ্চিতকরণ আসেনি। বাংলাদেশের সম্মতি এলে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হবে। আইএমডির একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, "আমরা চাই যে, আইএমডির প্রতিষ্ঠার সময় যেসব দেশ অবিভক্ত ভারতের অংশ ছিল, সেসব দেশের প্রতিনিধিরা উদ্‌যাপনে অংশগ্রহণ করুক।"

বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, আফগানিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং নেপালের পাশাপাশি মধ্যপ্রাচ্য, মধ্য ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার কর্মকর্তাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

উল্লেখ্য, ভারত আবহাওয়া বিভাগ (আইএমডি) প্রতিষ্ঠিত হয় ১৫ জানুয়ারি, ১৮৭৫ সালে। তবে এর আগেই আবহাওয়া পর্যবেক্ষণের জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কয়েকটি পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করেছিল। কলকাতা পর্যবেক্ষণ কেন্দ্র চালু হয় ১৭৮৫ সালে, মাদ্রাজ পর্যবেক্ষণ কেন্দ্র ১৭৯৬ সালে এবং বোম্বে পর্যবেক্ষণ কেন্দ্র ১৮২৬ সালে।

সূত্র: এনডিটিভি

নাহিদা

×