যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা কার্যকরে অনুমতি দিয়েছে। মামলাটি পর্ন তারকাকে দেওয়া 'হাশ মানি' নিয়ে। রায়ে কোর্টের দুই কনজারভেটিভ বিচারক অ্যামি কনি বারেট ও জন রবার্টস তিনজন লিবারেল বিচারকের সঙ্গে একমত হয়ে ৫-৪ সংখ্যাগরিষ্ঠতায় ট্রাম্পের আবেদন খারিজ করে দেন।
কোর্টের আদেশে বলা হয়, ট্রাম্পের রাজ্য আদালতের ট্রায়ালে প্রমাণগত কোনো অনিয়ম হলে তা আপিলের মাধ্যমে সমাধান সম্ভব। এছাড়া সাজার ফলে প্রেসিডেন্ট-ইলেক্টের দায়িত্ব পালনে উল্লেখযোগ্য বাধা সৃষ্টি হবে না।
ম্যানহাটনের বিচারক জুয়ান মেরচান জানিয়েছেন, তিনি ট্রাম্পকে কারাদণ্ড দেবেন না। বরং "নির্বর্তন শর্তে মুক্তি" দেবেন। এতে তার অপরাধ স্বীকৃত হবে, তবে কোনো জরিমানা, কারাদণ্ড বা নজরদারি থাকবে না।
বিচারক মেরচান শুক্রবার সকালে (স্থানীয় সময় ৯:৩০) ট্রাম্পের সাজা ঘোষণা করবেন।
চারজন কনজারভেটিভ বিচারক - ক্লারেন্স থমাস, স্যামুয়েল আলিটো, নিল গোরসাচ এবং ব্রেট কাভানাও - রায়ের বিরোধিতা করেছেন। তারা তাদের অবস্থানের কারণ উল্লেখ করেননি।
রায়ের পর ফ্লোরিডার মার-এ-লাগোতে ট্রাম্প বলেন, "আমি রায়টি পড়েছি এবং মনে করি এটি ন্যায্য ছিল।" তবে তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, "প্রেসিডেন্সির মর্যাদা রক্ষায় আমি এই মামলার আপিল করব এবং ন্যায়বিচার হবে বলে আত্মবিশ্বাসী।"
ট্রাম্পের আইনজীবীরা আদালতে দাবি করেছেন যে প্রেসিডেন্ট-ইলেক্ট হিসেবে তিনি বিচার থেকে রেহাই পাওয়ার যোগ্য। তবে বিচারক মেরচান ডিসেম্বরে সেই দাবি নাকচ করে দেন।
ট্রাম্প ২০১৬ সালের মার্কিন নির্বাচনের আগে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে দেওয়া ১৩০,০০০ ডলার গোপন অর্থ নিয়ে ৩৪টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। অভিযোগ অনুযায়ী, এই অর্থ তার নির্বাচনী সম্ভাবনা বাড়ানোর উদ্দেশ্যে দেওয়া হয়।
মামলার আপিল চলমান থাকা সত্ত্বেও সুপ্রিম কোর্ট এই সাজা কার্যকরের অনুমতি দিয়েছে।
নাহিদা