ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

কেন হয়েছিল ফরাসি বিপ্লব?

প্রকাশিত: ০১:০৭, ১০ জানুয়ারি ২০২৫

কেন হয়েছিল ফরাসি বিপ্লব?

ছবি: সংগৃহীত

মানব ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের সূচনা হয়েছিল ফরাসি বিপ্লবের মাধ্যমে। ১৭৮৯ সালে শুরু হওয়া এই বিপ্লব রাজতন্ত্র, সামন্ততন্ত্র, এবং শোষণমূলক অর্থনৈতিক কাঠামোর বিরুদ্ধে ফরাসি জনগণের দৃঢ় অবস্থানের প্রতীক।

 

বিপ্লবের প্রেক্ষাপট
ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের সাধারণ জনগণ চরম দারিদ্র্য, নিপীড়ন, এবং বৈষম্যের শিকার ছিল। কৃষক, শ্রমিক, এবং মেহনতি মানুষদের ওপর ছিল চরম করের বোঝা। অন্যদিকে, রাজপরিবার এবং ধনী বুর্জোয়া শ্রেণি বিলাসবহুল জীবনযাপন করত।

রাজতন্ত্রের শাসনে গির্জা ও ধনী বণিক শ্রেণি সাধারণ জনগণের সম্পদ শোষণ করত। কৃষকদের ওপর জোরপূর্বক শ্রম আদায়, উচ্চ কর, এবং খাদ্যাভাবের মতো সমস্যাগুলো জনগণের মধ্যে চরম ক্ষোভের জন্ম দিয়েছিল।

 

বিপ্লবের মূল উদ্দেশ্য
ফরাসি বিপ্লবের মূলমন্ত্র ছিল “স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব”। এর লক্ষ্য ছিল সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করা।

দার্শনিকদের প্রভাব
ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন লক, জঁ-জাক রুশো, এবং মন্তেস্কু তাদের চিন্তা ও ধারণার মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করেন।

  • জন লক: গির্জা ও রাজতন্ত্রের ঐশ্বরিক শাসন তত্ত্বের বিরোধিতা করেন।
  • জঁ-জাক রুশো: ব্যক্তি স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করার ওপর জোর দেন।
  • মন্তেস্কু: জবাবদিহিতামূলক প্রশাসন এবং ক্ষমতার বিভাজনকে গুরুত্ব দেন।

 

বাস্তিল দুর্গের পতন
১৭৮৯ সালের ১৪ জুলাই ফরাসি জনগণ বাস্তিল দুর্গে আক্রমণ চালিয়ে তা পতন ঘটায়। এটি ছিল বিপ্লবের সূচনা এবং রাজতন্ত্রের বিরুদ্ধে সাধারণ জনগণের বিজয়ের প্রতীক। এই দিনটি ফ্রান্সে জাতীয় দিবস হিসেবে পালিত হয়।

বিপ্লবের ফলাফল
ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে ফ্রান্সে রাজতন্ত্রের অবসান ঘটে এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা পায়। ধর্মীয় ও ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত হয় এবং আইনের দৃষ্টিতে সকল নাগরিকের সমান অধিকারের ধারণা প্রাধান্য পায়।

 

জাতীয় পতাকা ও প্রতীক
বিপ্লবের সময় নীল, সাদা, এবং লাল রঙের পতাকা (ত্রিবর্ণ বা ট্রাইকালার) তৈরি করা হয়। এই পতাকা পরবর্তী সময়ে ফরাসি জাতীয়তাবাদের প্রতীক হয়ে ওঠে।

ফরাসি বিপ্লব শুধুমাত্র ফ্রান্স নয়, পুরো বিশ্বের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি শোষণ, নিপীড়ন, এবং বৈষম্যের বিরুদ্ধে মানুষের লড়াইয়ের প্রতীক। এই বিপ্লবের মাধ্যমে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা এবং সাম্য, স্বাধীনতা, ও ভ্রাতৃত্বের ধারণা প্রতিষ্ঠিত হয়, যা আজও মানবজাতির অনুপ্রেরণা।

 

 

 

 

তাবিব

×