পর্যটকদের জন্য সুইজারল্যান্ড
পর্যটকদের জন্য সুইজারল্যান্ডের বার্নিজ আল্পসে একটি দর্শনীয় নতুন ক্যাবল কার খোলা হয়েছে। নির্মাতাদের দাবি এটিই পৃথিবীর সবচেয়ে খাড়া ক্যাবল কার। শিলথর্ন ক্যাবলওয়ে কারটি রাইডারদের নিয়ে যায় পাহাড়ের চূড়ায় ঘূর্ণায়মান রেস্তোরাঁয় যা জেমস বন্ড মুভি ‘অন হার ম্যাজেস্টিস সিক্রেট সার্ভিস’-এ বিখ্যাত হয়েছে।
ক্যাবল কার নির্মাতারা দাবি করেছেন যে এটি বিশ্বের সবচেয়ে খাড়া ক্যাবল কার। কারণ মাত্র ৪ মিনিটে ১৫৯ দশমিক ৪ পার্সেন্ট (৭৭৫ মিটার) কিংবা ২ হাজার ৫শ’ ৪৩ ফুট উচ্চতায় আরোহণ করা যায়। এটি সুইজারল্যান্ডের স্টেচেলবার্গ গ্রামকে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১ হাজার ৬৫০ মিটার (৫,৪১৩ ফুট) ওপরে দেশটির ‘মুরেন’ নামক আরেকটি গ্রামের সঙ্গে সংযুক্ত করে।
পাহারের মধ্যে অবস্থান হওয়ার কারণে ‘মুরেন’ গ্রামে যাওয়ার একমাত্র পথ এই ক্যাবল কার। ক্যাবলওয়েটি এখনো গিনেস ওয়ার্ল্ড রেকর্ড দ্বারা স্বীকৃত হয়নি। তবে হাই অলটিটিউড রেকর্ড-ব্রেকার হিসেবে সুইজারল্যান্ড অপরিচিত নয়।- সিএনএন