ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

টিউলিপকে ‘প্রতারক মন্ত্রী’ বলল ফিন্যান্সিয়াল টাইমস

প্রকাশিত: ২২:৪২, ৯ জানুয়ারি ২০২৫; আপডেট: ২২:৪৬, ৯ জানুয়ারি ২০২৫

টিউলিপকে ‘প্রতারক মন্ত্রী’ বলল ফিন্যান্সিয়াল টাইমস

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের অর্থ ও নগরবিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক একের পর এক বিতর্কের মুখে পড়েছেন। দুর্নীতি, সম্পদের তথ্য গোপন এবং অর্থ আত্মসাতের অভিযোগে বিপর্যস্ত এই মন্ত্রীর বিরুদ্ধে তদন্তের দাবি উঠেছে।


ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, টিউলিপ সিদ্দিক তার ক্ষমতাচ্যুত খালা শেখ হাসিনার ঘনিষ্ঠ এক সহযোগীর কাছ থেকে লন্ডনের একটি ফ্ল্যাট উপহার পেয়েছেন। তবে তিনি এ তথ্য গোপন রেখেছেন।

ডেইলি মেইলের অনুসন্ধানে উঠে এসেছে, ২০২২ সালে টিউলিপের বিতর্কিত ফ্ল্যাটের বিষয়ে প্রশ্ন তুললে তিনি দাবি করেছিলেন, তার বাবা-মা ফ্ল্যাটটি কিনে দিয়েছেন। কিন্তু পরে জানা যায়, এটি আসলে শেখ হাসিনার এক সহযোগীর দেওয়া ‘কৃতজ্ঞতার উপহার’। ডেইলি মেইলকে এই বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশে বাধা দিতে টিউলিপ হুমকিও দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।


ডাউনিং স্ট্রিট জানিয়েছে, মিনিস্ট্রিয়াল কোড উপদেষ্টা এই বিষয়ে তদন্ত করবেন। ডেইলি মেইলকে দেওয়া টিউলিপের মিথ্যা তথ্য যাচাই করা হবে। লেবার পার্টির একটি সূত্র স্বীকার করেছে যে, ফ্ল্যাটটি টিউলিপের বাবা-মা কেনেননি।

এদিকে, যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) টিউলিপের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ফিন্যান্সিয়াল টাইমস।


এই অভিযোগ ও বিতর্কের কারণে টিউলিপ সিদ্দিকের রাজনৈতিক অবস্থান নড়বড়ে হয়ে পড়েছে। লেবার পার্টি তার বিষয়ে কী সিদ্ধান্ত নেয় এবং তদন্তের ফলাফল কী হয়, তা এখন সময়ের অপেক্ষা।

 

 

 

তাবিব

×