ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

যুক্তরাষ্ট্রের হলিউড হিলসে দাবানলের আগুন: বাড়ছে নিহতের সংখ্যা

প্রকাশিত: ২২:১৩, ৯ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রের হলিউড হিলসে দাবানলের আগুন: বাড়ছে নিহতের সংখ্যা

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ভয়াবহ দাবানলে পুড়ছে, যা ‘সানসেট ফায়ার’ নামে পরিচিত। এতে পাঁচজন নিহত এবং ১ হাজারের বেশি স্থাপনা ধ্বংস হয়েছে। লাখো মানুষ ঘরছাড়া হয়েছে। দাবানল ইতোমধ্যে হলিউড হিলস পর্যন্ত ছড়িয়ে পড়েছে, যেখানে ৫০ একর জায়গা পুড়ে গেছে।

বুধবার (৮ জানুয়ারি) বিবিসি জানিয়েছে, দাবানলে হলিউডের বেশির ভাগ অংশ ঘন ধোঁয়ায় ঢেকে গেছে। বাসিন্দারা দ্রুত ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন, যার ফলে হলিউড বুলেভার্ডসহ বিভিন্ন সড়কে যানজট সৃষ্টি হয়েছে।এই আগুন থেকে রক্ষা পেতে বাড়ি ছেড়েছেন হলিউড তারকারাও। এ তালিকায় রয়েছেন— প্যারিস হিলটন, বিলি ক্রিস্টাল, ম্যান্ডি মুর, জেমি লি প্রমুখ।

ফায়ার সার্ভিসের কর্মীরা স্থল ও আকাশপথে আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। পরিস্থিতি সামলাতে হলিউড হিলসের কিছু সড়ক খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

রাজু

×