ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

এক বছরে ৪১৬৮ বর্গকিমি দখল করেছে রাশিয়া

জনবল সংকটে ভুগছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:০৮, ৯ জানুয়ারি ২০২৫

জনবল সংকটে ভুগছে ইউক্রেন

জাপোরিজিয়ায় বোমা হামলা চালায় রাশিয়া

দুই বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। চলতি সপ্তাহেও পূর্ব ইউক্রেনের সম্পদ-সমৃদ্ধ শহর কুরাখোভ দখল করার দাবি করেছে মস্কো। এদিকে শুধু ২০২৪ সালেই রাশিয়ান বাহিনী ইউক্রেনের ৪ হাজার ১৬৮ বর্গ কিলোমিটার জমি দখল করেছে। ইউক্রেন রাশিয়ার কুরস্কে একটি নতুন আক্রমণ শুরু করলেও মস্কোর বাহিনী পূর্ব ইউক্রেনে ধীরগতিতে অগ্রসর হচ্ছে।

রাশিয়ার নিরলস আক্রমণের মুখে ইউক্রেন জনবল সংকটে ভুগছে বলেও জানা গেছে। এদিকে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিজিয়ায় রাশিয়ার ভয়াবহ বোমা হামলায় ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৩ জন। বোমা হামলায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর আলজাজিরার।
এদিকে চলমান ইউক্রেন-রাশিয়া সংঘাতের যত তাড়াতাড়ি সম্ভব অবসান ঘটাতে চান যুক্তরাষ্ট্রে নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে বিশেষ দূত হিসেবে মনোনীত মার্কিন রাজনীতিবিদ কিথ কেলগ এ তথ্য জানিয়েছেন। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে কিথ কেলগ জানিয়েছেন, ট্রাম্প যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনের সংঘাত শেষ করতে চান। তিনি বলেন, চলমান এ যুদ্ধ শেষ হওয়া দরকার এবং আমি মনে করি ট্রাম্প এটি করতে সক্ষম।

তার ক্ষমতার ওপর আমার অনেক আস্থা আছে। ওয়াশিংটন ডিসিভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) এর সংগৃহীত প্রমাণ অনুসারে, রাশিয়ান বাহিনী ২০২৪ সালে ইউক্রেনের ৪,১৬৮ বর্গ কিলোমিটার জমি দখল করেছে। যা ভারত মহাসাগরীয় দেশ মরিশাসের দ্বিগুণ এবং নিউইয়র্ক সিটির আয়তনের পাঁচগুণ।

×