ছবিঃ সংগৃহীত
ভারতের উত্তরপ্রদেশের বরাবাঁকিতে প্রেমিকার পরিবারের হেনস্থার শিকার হয়ে সুধীর কুমার নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
সুধীর তাঁর সমাজমাধ্যমে প্রেমিকা কোমলের সঙ্গে বিয়ের ছবি পোস্ট করে লেখেন, ‘হামারি অধুরি কহানি’। মাস ছয়েক আগে আদালতে তাঁদের বিয়ে হলেও, কোমলের পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি। সুইসাইড নোটে সুধীর অভিযোগ করেছেন, কোমলের বাবা-মা এবং ভাই তাঁকে মানসিক নির্যাতন করতেন এবং আত্মহত্যার জন্য উস্কানি দেন।
বৃহস্পতিবার সকালে বাড়ির কাছের একটি গাছে সুধীরের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
জাফরান