ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

ভারতে উচ্চ মাধ্যমিকের মার্কশিটে যুক্ত হচ্ছে জাল টাকার প্রযুক্তি

প্রকাশিত: ১৮:০৪, ৯ জানুয়ারি ২০২৫

ভারতে উচ্চ মাধ্যমিকের মার্কশিটে যুক্ত হচ্ছে জাল টাকার প্রযুক্তি

ভারতে উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মার্কশিটে যুক্ত হচ্ছে,ইউভি সিকিউরিটি থ্রেট কোড।যা মূলত মার্কশিট ও শংসাপত্রের জালিয়াতি প্রতিরোধের অংশ হিসাবেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।

জাল নোট ধরতে, এত দিন পর্যন্ত এই পদ্ধতি ব্যবহার হত একমাত্র ভারতীয় মুদ্রায়। এ বার একই কোড থাকবে উচ্চ মাধ্যমিকের মার্কশিটে। যদিও গত বছর থেকেই মার্কশিটে কিউআর কোড যুক্ত করেছিল ভারত।

দেশটির উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, পরীক্ষায় জালিয়াতি রুখতে আমরা সদা সতর্ক থাকি। গত বছর থেকেই কিউআর কোডের ব্যবহার শুরু হয়েছে। পুরো ব্যবস্থাটি আরও নিরাপদ করতে এই নয়া পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। পড়ুয়াদের স্বার্থেই এই কড়া নিরাপত্তা ব্যবস্থা।’

 

ফুয়াদ

×