ছবিঃ সংগৃহীত
রাশিয়া সরকার জন্মহার বৃদ্ধির জন্য তরুণীদের মাতৃত্বে উৎসাহিত করতে নতুন একটি উদ্যোগ চালু করেছে।
এই নীতির অধীনে, ২৫ বছরের কম বয়সী নারী শিক্ষার্থীদের ১ লাখ রুবল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা) এককালীন অনুদান দেওয়া হবে।আবেদনকারীকে অবশ্যই স্থানীয় বিশ্ববিদ্যালয় বা কলেজের পূর্ণকালীন ছাত্রী হতে হবে।২৫ বছরের কম বয়সী এবং কারেলিয়া অঞ্চলের বাসিন্দা হতে হবে।
তবে কিছু ব্যতিক্রম রয়েছে তা হল মৃত শিশুর জন্ম দিলে এই অর্থ দেওয়া হবে না।
রাশিয়ার জন্মহার ঐতিহাসিকভাবে নিম্ন পর্যায়ে রয়েছে। ২০২৪ সালের প্রথম ছয় মাসে মাত্র ৫ লাখ ৯৯ হাজার ৬০০ শিশুর জন্ম হয়েছে, যা গত ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন। ২০২৩ সালের তুলনায় এই সংখ্যা ১৬ হাজার কম।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই পরিস্থিতিকে "জাতির ভবিষ্যতের জন্য বিপর্যয়কর" বলে উল্লেখ করেছেন।
জাফরান