আগুন খেলেই কি মনের জোর বৃদ্ধি পাবে।আগুন মানুষের আত্নবিশ্বাস বাড়াতে কতটুকু সহায়ক।
সম্প্রতি কর্মীদের মনের জোর ও আত্মবিশ্বাস বাড়ানোর জন্য কর্মীদের আগুন গিলে খাওয়ার কথা জানালো চীনের এক সংস্থা। কর্মীদের মধ্যে পারস্পরিক বন্ধন দৃঢ় করার একটি অংশ হিসাবে এই অদ্ভুত নির্দেশ দিয়েছে সংস্থাটি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।জানা গেছে,সংস্থারই এক কর্মী এই তথ্যটি ফাঁস করে দেওয়ার ফলে সমাজমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। কর্মীর দাবি, সংস্থাটি কর্মীদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এবং ভয়কে জয় করার পদ্ধতি হিসাবে আগুন খেতে বাধ্য করেছে।
“সাউথ চায়না মর্নিং পোস্ট ” এর প্রতিবেদন অনুসারে, রংরং নামের এক সমাজমাধ্যম ব্যবহারকারী নিজের অ্যাকাউন্ট থেকে এই আজব নির্দেশের কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, কর্মীদের মুখে একটি জ্বলন্ত তুলোর টুকরো ফেলার নির্দেশ দেয় ওই সংস্থা।
অনেকের মতো চাকরি হারানোর ভয়ে তিনিও এই বিপজ্জনক প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন বলে জানান রংরং। সংস্থার কর্তাদের কাছে নিজেদের দৃঢ় মনোভাব বজায় রাখার জন্য দাঁতে দাঁত চেপে এই নির্দেশ মেনে নিতে বাধ্য হয়েছিলেন কর্মীরা। তিনি পুরো কার্যকলাপটিকে ‘অপমানজনক’ বলে সমাজমাধ্যমে উল্লেখ করেছেন।
ফুয়াদ