ছবি: সংগৃহীত।
যুক্তরাজ্যের ডাউনিং স্ট্রিট বর্তমানে দেশটির অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) টিউলিপ সিদ্দিককে নিয়ে বেশ কিছু বিতর্কের মুখে পড়েছে। সম্প্রতি, সেন্ট্রাল লন্ডনে ৭ লাখ পাউন্ড দামে একটি ফ্ল্যাট উপহার হিসেবে পাওয়ার খবর সামনে এসেছে, যা আবাসন ব্যবসায়ী আবদুল মোতালিফ তাকে দিয়েছেন। মোতালিফের সাথে টিউলিপ সিদ্দিকের খালার, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্ক রয়েছে বলে দাবি করা হচ্ছে।
এমন একটি খবর প্রকাশিত হওয়ার পর, টিউলিপ সিদ্দিকের উপর লেবার পার্টির অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চাপ বাড়ে। এই পরিস্থিতিতে তিনি নিজের বিরুদ্ধে তদন্ত করার জন্য ডাউনিং স্ট্রিটের নৈতিক পরামর্শদাতা স্যার লরি ম্যাগনাসের কাছে স্বেচ্ছায় আবেদন করেছেন।
নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্ত্বেও তাকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। তার এই অনমনীয় সমর্থন অনেকের কাছে প্রশ্ন উত্থাপন করেছে, বিশেষ করে তার নৈতিক অবস্থান নিয়ে।
লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইল ৮ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
তবে স্টারমারের এই সমর্থনের পেছনে একটি কারণ থাকতে পারে। টিউলিপ সিদ্দিক এবং কিয়ার স্টারমারের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে। তাদের বন্ধুত্ব ২০১৪ সালে শুরু হয়, যখন টিউলিপ সিদ্দিক লেবার পার্টির প্রার্থী হিসেবে কাজ করছিলেন। ২০১৫ সালের নির্বাচনে তারা একসঙ্গে পার্লামেন্টে প্রবেশ করেন। পরবর্তীতে, স্টারমার ২০২৪ সালের নির্বাচনে দলের বিজয়ে টিউলিপকে তার বন্ধু হিসেবে প্রকাশ্যে স্বীকৃতি দেন।
এই পরিস্থিতিতে, স্টারমারের টিউলিপ সিদ্দিকের প্রতি অবিচল সমর্থন তার দলের অন্য সদস্যদের কাছে অস্বাভাবিক মনে হয়েছে। একদা, লুইস হেইগ নামক একটি উচ্চপদস্থ মন্ত্রী তার বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে দ্রুত পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু টিউলিপ সিদ্দিক, যিনি তুলনামূলকভাবে নিম্ন পদে রয়েছেন, তার বরখাস্ত নিয়ে এখনও তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
এ পরিস্থিতি থেকে টিউলিপ সিদ্দিকের প্রতি স্টারমারের বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে।
নুসরাত