ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন যে, রাশিয়ার কুরস্ক অঞ্চলে গত পাঁচ মাসে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা অভিযানে প্রায় ১৫ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। এটি রাশিয়ার জন্য অপূরণীয় ক্ষতি বলে তিনি উল্লেখ করেন।
২০২৪ সালের আগস্টের শুরুতে কুরস্কে স্থল অভিযান শুরু করে ইউক্রেন। এর পর রাশিয়া পাল্টা অভিযান চালায়। জেলেনস্কি বলেন, অভিযানের ফলে রাশিয়ার একাধিক শক্তিশালী সামরিক ইউনিট স্থানান্তর করতে বাধ্য হয়েছে। এমনকি, তারা পূর্ব ইউক্রেনের প্রধান যুদ্ধক্ষেত্রে এই ইউনিটগুলো মোতায়েন করতে পারছে না।
জেলেনস্কি আরও দাবি করেন, ইউক্রেন কুরস্ক অঞ্চলে একটি বাফার জোন প্রতিষ্ঠা করেছে। পশ্চিমা সূত্রগুলো বলছে, কুরস্কে রাশিয়ার পক্ষে প্রায় ১১ হাজার উত্তর কোরীয় সেনা যুদ্ধ করছে। তবে রাশিয়া এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা ইউক্রেনের অগ্রসর প্রচেষ্টা বানচাল করেছে এবং পূর্ব ইউক্রেনের কিছু কৌশলগত স্থান দখল করেছে। বিশেষ করে কুরাখোভ শহর দখলের মতো বড় সাফল্য পেয়েছে বলে দাবি তাদের।
কুরস্কের পরিস্থিতি বর্তমানে রাশিয়া ও ইউক্রেনের সংঘাতের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে আন্তর্জাতিক মহল গভীর নজর রাখছে।
সূত্র: রয়টার্স
আফরোজা