ছবি: সংগৃহীত
কর্মক্ষেত্রের ক্লান্তি ও একঘেয়েমি দূর করার জন্য আমাদের মাঝে মধ্যেই ছুটি দরকার হয়। একটানা কাজ করতে করতে আমরা হাঁপিয়ে উঠি।
অসুস্থতাজনিত ছুটির ক্ষেত্রে শারীরিক অসুস্থতাকে প্রাধান্য দেয় অধিকাংশ অফিস। মানসিক স্বাস্থ্য থেকে যায় উপেক্ষিত। সেখানে ব্যতিক্রম এক ঘোষণা মন খারাপের ছুটি।
মন খারাপ হলে কর্মীদের ছুটি নেওয়ার সুযোগ রেখেছে একটি চীনা প্রতিষ্ঠান। কর্মীদের বার্ষিক ছুটির সঙ্গে অতিরিক্ত ১০ দিনের ছুটি যোগ করেছে প্রতিষ্ঠানটি।
চীনের হেনান প্রদেশের চেইন সুপারমার্কেট পাং ডং লাই এমন ঘোষণা দিয়েছেন। সুপারমার্কেটের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইয়ু ডংলাই কর্মীদের উদ্দেশ্য বলেছেন, মন খারাপের কারণে কর্মীরা চাইলে বার্ষিক ছুটির সঙ্গে অতিরিক্ত ১০ দিনের ছুটি নিতে পারবেন।
ডংলাই বলেছেন, 'আমি চাই প্রত্যেক কর্মীর স্বাধীনতা থাকুক। প্রত্যেকেরই এমন সময় আসে, যখন তাদের মন খারাপ থাকে। আপনাদের যদি মন খারাপ থাকে, তাহলে কাজে আসার দরকার নেই।'
চীনে কর্মক্ষেত্রে উদ্বেগ নিয়ে ২০২১ সালে করা এক জরিপ অনুযায়ী, চীনে ৬৫ শতাংশেরও বেশি কর্মী কর্মক্ষেত্রে ক্লান্তি ও অসন্তুষ্ট বোধ করেন।
ডংলাইয়ের প্রতিষ্ঠানে কর্মীদের জন্য কর্মঘণ্টা মাত্র সাত ঘণ্টা। কর্মীরা সাপ্তাহিক ছুটি ছাড়াও বছরে ৩০ থেকে ৪০ দিনের বার্ষিক ছুটি ও চীনা নববর্ষে পাঁচদিনের ছুটি পেয়ে থাকেন।
শিলা ইসলাম