মিশিগানে তুমুল উল্লাসে ৩ লাখ ৩৫ হাজার ডলারে ক্রয়কৃত 'ও' রাধা কৃষ্ণ টেম্পল' মন্দির ফটকের চাবি গ্রহণ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। সদস্য সংখ্যা বৃদ্ধির ঘোষণা,রবিবার ধর্মীয় উৎসব।
মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য মিশিগানে বসবাসরত প্রবাসী সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের বহু প্রত্যাশিত 'ও' রাধা কৃষ্ণ টেম্পল' মন্দিরের জন্য ক্রয়কৃত ভবনের চাবি হস্তান্তর করেছেন মালিক পক্ষ।
এদিকে আনুষ্ঠানিকভাবে মন্দির ওপেনে চলছে জোর প্রস্তুতি।প্রায় ৩লাখ ৩৫ হাজার ডলারে ৭জানুয়ারী ওই টেম্পল ক্রয় চুক্তিনামা সম্পন্নের পর অপরূপ সৌন্দর্য্যের ভবনটির প্রধান ফটকের চাবি গ্রহন করেন সংশ্লিষ্ট সম্প্রদায়ের উদ্দোক্তাদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব বাংলাদেশের সাবেক পুলিশ কর্মকর্তা অমূল্য চৌধুরী সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এসময় সকলেই ছিল হাস্যজ্জ্বল অবয়বে বেশ প্রাণবন্ত।
এদিকে জনকণ্ঠের প্রতিনিধিকে অমূল্য চৌধুরী জানান, নবরূপে হেমট্টামিক সিটিতে আত্মপ্রকাশ ও ভক্তদের প্রার্থনা সহ নানান কার্যক্রমের পরিচালনার জন্য দ্রুত 'ও' রাধাকৃষ্ণ টেম্পল মন্দির ওপেন করা হবে। যদিও প্রাথমিক পর্যায়ে মন্দির পরিদর্শন ও প্রার্থনা জানানোর জন্য খোলা রাখা হয়েছে।তবে একটি প্রাণবন্ত ধর্মীয় উৎসবের মাধ্যমে আগামী রবিবার (১২ জানুয়ারী) দুপুর ১২টায় হেমট্টামিক সিটিস্থ ৯৪২১, কনান্ট ভবনটিতে এই নতুন মন্দিরের কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ সূচনা করা হবে।
তিনি জানান, সনাতন ধর্মীয় প্রথানুযায়ী এদিন হরিলুট,কীর্তন ও প্রসাদ বিতরন মতো উৎসব করে ভগবান শ্রী কৃষ্ণের আশির্বাদ নিয়েই তার আনুষ্ঠানিক সূচনা।
অমূল্য চৌধুরীর ধারণা,এদিন ভক্তদের জমায়েত হবে বেশ ভাল।তিনি আরো জানান,সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষ সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছেন যে, যেহেতু ভগবান শ্রী-কৃষ্ণের ১০৮ নাম, সেহেতু নতুন টেম্পলের প্রতিষ্ঠাতা সদস্য ১০৮ জন করা হবে। আর এমন সুযোগ নিতে আগ্রহী ভক্তদের জন্য এই সময়সীমা ৩১জানুয়ারী ২০২৫ পর্যন্ত নির্ধারণ করা হলো।তিনি এমন সুযোগ হাতছাড়া না করার জন্য ভক্তদের প্রতি অনুরোধ জানান এবং আগ্রহীদেরকে নতুন সদস্যদের মাধ্যমে ভগবান শ্রী কৃষ্ণের ১০৮ নামের সাথে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ইতিহাসে স্বর্ণাক্ষরে নিজেকেও লিপিবদ্ধ করার আহবান জানিয়েছেন।
বলাবাহুল্য,হেমট্রামিক সিটিতে ওই মন্দির চালুর মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষদের জন্য সৃষ্টিকর্তার কাছে তাদের প্রার্থনা জানানো এবং নানান ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পথ আরো সুগম হলো।
উল্লেখ্য,ইতিমধ্যে ওই মন্দির সংক্রান্ত পরপর দু'টি আনন্দের সংবাদ দৈনিক জনকণ্ঠে প্রকাশ হলে মিশিগান সহ গোটা আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত সংশ্লিষ্ট সম্প্রদায়ের লোকজনের কাছে এমন খুশীর বার্তা চমৎকার ভাবে আরো দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। সেই সাথে জনকন্ঠের যুক্তরাষ্ট্রের প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিনকে মোবাইল ফোন কল ও মেসেন্জারে বার্তা দিয়ে জনকন্ঠ কতৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অনেকেই।
আফরোজা