ছবি : সংগৃহীত
আগামী ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। নতুন মার্কিন সরকারের ব্যাপারে আফগানিস্তানের নীতি কি হবে তাই স্পষ্ট ভাষায় জানিয়েছে তালেবান নেতৃত্বাধীন আফগান সরকার।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে কোন ধরনের হস্তক্ষেপ বরদাস্ত করবে না কাবুল। সম্প্রতি কাবুলের একটি বিশ্ববিদ্যালয়ের স্নাতক অনুষ্ঠানে আফগানিস্তানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ আব্বাস স্তনিকজাই বলেন, আগামী দুই এক সপ্তাহের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার উচিত আফগানিস্তানের বিষয়ে আমেরিকান নীতি পরিবর্তন করে একটি নতুন পন্থা অবলম্বন করা।
তিনি আরো বলেন, আফগানিস্তানের দিক থেকে দরজা খোলা রয়েছে মার্কিনদের জন্য। যদি তারা বন্ধুত্বের হাত বাড়ায়, আমরাও তাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিব। কেউ চিরদিন শত্রু হয়ে থাকে না, কেউ চিরদিন বন্ধু হয়ে থাকে না।
স্তনিকজাই বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত দোহা চুক্তিকে সম্মান করা। তালেবান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত দোহা চুক্তি আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। এই চুক্তি অনুযায়ী আফগানিস্তান থেকে নিজেদের সব সেনা প্রত্যাহার করে আমেরিকা তবে বিভিন্ন সময় মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের কথা জানিয়েছে।
মো. মহিউদ্দিন