তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প / ছবি : সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে “বন্ধু” ও “সম্মানিত ব্যক্তি” হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (৭ জানুয়ারি) ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, “এই মুহূর্তে সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার নিয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। এটি আমাদের সামরিক কৌশলের একটি অংশ। তবে এটুকু বলতে পারি, এর পেছনে রয়েছে তুরস্কের ভূমিকা।”
তিনি আরও বলেন, “তুরস্কের প্রেসিডেন্ট আমার বন্ধু এবং একজন সম্মানিত ব্যক্তি। আমি তাকে সম্মান করি এবং আশা করি, সেও আমাকে সম্মান করে।”
সিরিয়া প্রসঙ্গে ট্রাম্প বলেন, “সেখানে রাশিয়া এবং ইরান দুর্বল হয়ে পড়েছে। এরদোগান তার লোকদের একটি ভিন্ন কৌশল নিয়ে সেখানে পাঠিয়েছিলেন। তারা গিয়ে অঞ্চলটিতে নিজেদের প্রভাব প্রতিষ্ঠা করেছে।”
উল্লেখ্য, বর্তমানে সিরিয়ায় প্রায় ২ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। ট্রাম্পের বক্তব্যের মাধ্যমে তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক এবং সিরিয়ার ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে এরদোগানের ভূমিকার ইঙ্গিত পাওয়া যায়।
সূত্র: আনাদোলু
মো. মহিউদ্দিন