দৈনিক জনকণ্ঠে সংবাদ প্রকাশের একদিন পরেই মিশিগানে সনাতন ধর্মের 'ও' রাধা কৃষ্ণ টেম্পল' মন্দির আত্মপ্রকাশ ঘটলো
যুক্তরাষ্ট্র থেকে রফিকুল হাসান চৌধুরী তুহিন জানান, দৈনিক জনকন্ঠে নিউজ প্রকাশ ও সংশ্লিষ্ট সম্পাদক,বিভাগ এবং প্রতিনিধিকে ধন্যবাদ জানানো শেষ হতে না হতেই মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য মিশিগানে মন্দির প্রতিষ্ঠার দ্বার উন্মোচিত হলো।
এক দানবীর সহ মিশিগানে বসবাসরত হিন্দু ধর্মালম্বী সকল দাতা সদস্যদের আর্থিক সহায়তায় আজ মঙ্গলবার (৭ জানুয়ারি ২০২৫) সংশ্লিষ্ট রাজ্যের হেমট্রামিক সিটির ৯৪২১ কনান্ট স্ট্রীটে 'ও রাধাকৃষ্ণ টেম্পল' মন্দিরের জন্য ভবন ক্রয় চুক্তি সম্পন্ন হয়েছে। এদিকে এমন প্রত্যাশা অবশেষে পূরণ হওয়ায় সনাতন ধর্মাবলম্বী প্রবাসী হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষের মাঝে বইছে আনন্দের জোয়ার।
সংশ্লিষ্ট সম্প্রদায় ও কমিউনিটি ব্যক্তিত্ব এবং মন্দির প্রতিষ্ঠার অন্যতম আর্থিক দাতা সদস্য সাবেক পুলিশ কর্মকর্তা অমুল্য চৌধুরী জনকন্ঠের এ প্রতিবেদককে জানান, প্রায় ৩ মাস পুর্বে মিশিগানের বেলমন্ট স্ট্রীটের বাসিন্দা তার নেতৃত্বে (অমুল্য চৌধুরী) সহ আরো ক'জন ওই মন্দির প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন করেন।
এরই প্রেক্ষিতে তারা হেমট্রামিক সিটিতে বসবাসরত এবং তথা আশেপাশ সিটির সকলকে একত্রিত করে অনুদান পেতে মন্দির প্রতিষ্ঠায় আর্থিক তহবিল গঠন সংগ্রহের কাজ শুরু করেন। এমনকি তারা লোন পেতে ব্যাংক ও মর্টগেজ কোম্পানির সাথেও যোগাযোগ করেন।কিন্তু মন্দির ক্রয়ের জন্য প্রয়োজনীয় লোন না পেয়ে অবশেষে মিশিগান রাজ্যের রোচেস্টার হিলে বসবাসরত বিখ্যাত নিউরোরেডিওলোজিস্ট ডা নৃপেন্দ্র চন্দ্র দেবনাথের শরণাপন্ন হন।তাকে মন্দির প্রতিষ্ঠার সার্বিক বিষয়টি বুঝিয়ে বলেন তারা।সেই সাথে ডা:নৃপেন্দ্র সহায়তায় রাজী হন।যার ফলে সংশ্লিষ্ট মন্দির প্রতিষ্ঠায় ডা: নৃপেন্দ্র ৪০ হাজার ডলার অনুদান দেয়ার প্রতিশ্রুতি দেন। তার আগে এবং পরবর্তী সময়ে সনাতন ধর্মাবলম্বীদের বহু দাতা নিজেদের মতো করে এই মন্দির প্রতিষ্ঠায় আর্থিক অনুদান দিয়ে ফান্ড তহবিল গঠনে সহায়তা করেন।ফলে সংশ্লিষ্ট ফান্ড পরিপূর্ণতা লাভ করে।
এরই ফলশ্রুতিতে আজ ৭জানুয়ারী হেমট্রামিক সহ আশেপাশ সিটিতে বসবাসরত সনাতনী হিন্দু ধর্মালম্বীদের আর্থিক অনুদানে ৩,৩৫০০০ ডলারে ৯৪২১ কনান্ট বিল্ডিংটি 'ও' রাধাকৃষ্ণ টেম্পল নামে ক্রয় চুক্তি সম্পন্ন করা হয়। এসময় সংশ্লিষ্ট সম্প্রদায়ের লোকজন আনন্দে মেতে উঠেন।এদিকে অমূল্য চৌধুরী আরো জানান,ওই তিন লাখ পয়ত্রিশ হাজার ডলারের মধ্যে হেমট্রামিক সিটির বাসিন্দা হিসেবে তিনি অমুল্য চৌধুরী, অতুল দস্তিদার, জিতেশ আচারিয়া, সুভাস দাস, রিংকু ধর,কালি শংকর দেব, তপন শিকদার,বাবুল পাল,টেম্পু ছত্রী,বিকাশ দেবনাথ সহ ৮৬ জনের নিকট থেকে ১,০০০০০ লাখ ডলার অনুদান এবং ডাক্তার নৃপেন্দ্র চন্দ্র দেবনাথ ৪০,০০০ ডলার অনুদান দেন।অবশিষ্ট ১,৯৫০০০ হাজার ডলার ডাক্তার নৃপেন্দ্র চন্দ্র দেবনাথ ওই রাধাকৃষ্ণ টেম্পলের পক্ষে বিনা ইন্টারেস্টে ১২ বছরের জন্য লোন প্রদান করেছেন।
তিনি আরো জানান, উক্ত রাধাকৃষ্ণ টেম্পল টি সনাতনী ধর্মাবলম্বীদের অনুদানে সার্বজনীন টেম্পল হিসেবে অবশেষে আত্মপ্রকাশ করল। তিনি এও জানান,ইতিপূর্বে এতো সংখ্যক ভক্তের অনুদানে কোন মন্দির মিশিগানে প্রতিষ্ঠিত হয়নি। উল্লেখ্য,মাত্র এক দিন আগে ওই মন্দির প্রতিষ্ঠা নিয়ে দৈনিক জনকণ্ঠে একটি সংবাদ প্রকাশ হলে তা ভূয়শী প্রশংসায় মিশিগানে টক অব দ্যা স্টেইটে পরিণত হয়।
আফরোজা