
চীনের তিব্বতের প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১২৬ জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) গ্লোবাল টাইমস ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮, তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের মতে, এর মাত্রা ছিল ৭.১। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে ডিংরি কাউন্টি, যেখানে তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর শিগাৎসি অবস্থিত।
চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধারকর্মী হিসেবে দেড় হাজার অগ্নিনির্বাপক ও উদ্ধারকর্মী পাঠানো হয়েছে, তবে হিমাঙ্কের নিচে তাপমাত্রায় উদ্ধার কাজ কঠিন হতে পারে। ভূমিকম্পের পর ওই অঞ্চলে একাধিক পরাঘাত (আফটার শক) অনুভূত হয়েছে, যার সর্বোচ্চ মাত্রা ছিল ৪.৪।
এই ভূমিকম্পের ফলে প্রতিবেশী দেশ নেপাল, ভারত, ভুটান ও বাংলাদেশেও কেঁপে ওঠে। সিসিটিভিতে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ধ্বংসাবশেষের মধ্যে বাড়ির দেয়াল ভেঙে পড়েছে এবং বহু বাড়ি ধ্বংস হয়ে গেছে।
তিব্বতের এই অঞ্চলে প্রায় ৬২ হাজার মানুষের বসবাস এবং এটি মাউন্ট এভারেস্টের চীনা অংশে অবস্থিত।
আর কে