ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

৩৪ জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত হামাস

প্রকাশিত: ০০:০৮, ৭ জানুয়ারি ২০২৫

৩৪ জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত হামাস

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি হলে প্রথম পর্যায়ে ৩৪ জন জিম্মিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। সংগঠনটির এক জ্যেষ্ঠ নেতার বরাত দিয়ে বিবিসি এই খবর জানিয়েছে।

সংগঠনটি জানিয়েছে যে, মুক্তি পাওয়ার জন্য যে ৩৪ জন জিম্মির নাম তালিকায় দেওয়া হয়েছে, তাদের মধ্যে ১০ জন নারী এবং ১১ জন বয়স্ক পুরুষ রয়েছেন, যাদের বয়স ৫০ থেকে ৮৫ বছরের মধ্যে। এ ছাড়া, তালিকায় কিছু শিশুদের নামও রয়েছে যারা ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছিল বলে হামাস জানিয়েছিল। এছাড়া, কয়েকজন অসুস্থ জিম্মির নামও তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে যে, হামাস তাদের কাছে কোনো জিম্মি তালিকা দেয়নি। বর্তমানে কাতারের রাজধানী দোহায় গাজা নিয়ে যুদ্ধবিরতি আলোচনা আবারও শুরু হয়েছে, যেখানে হামাস এবং ইসরায়েল উভয় পক্ষই চুক্তি করার ব্যাপারে আলোচনা চালাচ্ছে।

আর কে

×