ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

স্কুলে পড়া এক ছেলেকে পছন্দ করা নিয়ে দুই কিশোরীর মারামারি

online-reporter

প্রকাশিত: ২২:০৭, ১ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৬:৫০, ২ জানুয়ারি ২০২৫

স্কুলে পড়া এক ছেলেকে পছন্দ করা নিয়ে দুই কিশোরীর মারামারি

ভারতের উত্তরপ্রদেশের বাগপাতে স্কুলে পড়া এক ছেলেকে পছন্দ করে দুই কিশোরী। এ নিয়ে দুই কিশোরীর মাঝে বাগবিতণ্ডা থেকে এক সময় রাস্তায় কিল-ঘুষি, লাথি ও চুল টানাটানি শুরু করে । পরে এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বুধবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশের বাগপাতের একটি স্কুলের এক কিশোরকে পছন্দ করে ওই দুই কিশোরী। এ নিয়ে কথা কাটাকাটির জেরে ব্যস্ত রাস্তায় দুই কিশোরী একে অপরকে কিল-ঘুষি ও লাথি মেরেছে।

মঙ্গলবার রাজ্যের সিংওয়ালি থানার আমিনগর সরাই টাউনে এই ঘটনা ঘটেছে। সিংওয়ালি থানা পুলিশ এই ঘটনায় বিস্তারিত তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে।

ভিডিওতে দেখা যায়, স্কুলের ইউনিফর্ম পরিহিত দুই কিশোরী পরস্পরের চুল ধরে টানাটানির পাশাপাশি পাল্টাপাল্টি কিল-ঘুষি ও লাথি মারছে। এ সময় তাদের মারামারি ঠেকাতে স্কুলের অন্যান্য শিক্ষার্থী ও পথচারীরা চেষ্টা করেন।

স্থানীয় সূত্রের জানা যায়, যে দুই কিশোরী মারামারি করেছে, তারা স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী। একই স্কুলে পড়া এক ছেলেকে পছন্দ করে তারা দু’জনই। প্রায়ই ছেলেটির সঙ্গে কথা বলত উভয় কিশোরীই। বিষয়টি জানাজানি হওয়ার পর স্কুলের বাইরে এ নিয়ে বিভিন্ন সময়ে তাদের মাঝে বাগবিতণ্ডাও হয়েছে।

×